নিউজফ্রন্ট, ওয়েবডেস্কঃ
পশ্চিমবঙ্গ বিধানসভায় আজ পেশ করা হবে সিএএ বিরোধী প্রস্তাব। ইতিমধ্যে কেরল, পাঞ্জাব ও রাজস্থানের তরফে সিএএ বিরোধী প্রস্তাব বিধানসভায় পেশ করা হয়ে গেছে।
জানা গিয়েছে, দু’দিনের বিশেষ অধিবেশনের মধ্যে দিয়ে এই প্রস্তাব পেশ করবে তৃণমূল সরকার। সিএএ-র বিপক্ষে এই প্রস্তাবকে সমর্থন করবে বলে আগেই জানিয়েছিল কংগ্রেস ও বামেরা। তবে, প্রস্তাবের বয়ান নিয়ে সতর্ক বিরোধী শিবির। তাই খসড়া দেখে তাতে সংশোধনী আনতে পারে বাম ও কংগ্রেস বিধায়করা।
আরও পড়ুনঃ দুই দশকে এই প্রথম প্রত্যক্ষ কর বাবদ কমেছে সরকারের আয়
কেরলই প্রথম দেশের প্রথম রাজ্য হিসাবে সিএএ বিরোধী প্রস্তাব বিধানসভায় পাস করে। এরপর বাম-কংগ্রেস বিধায়করা কেরলকে অনুসরণ করে গত ৯ জানুয়ারি বিধানসভায় সিএএ বিরোধী প্রস্তাব পেশের দাবি তোলে।
সূত্রের খবর, পশ্চিম্বঙ্গের পরিষদীয় মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় সিএএ বিরোধী প্রস্তাব পেশ করবেন বিধানসভায়। এই প্রস্তাবের উপর বিতর্কে অংশ নেবেন মুখ্যমন্ত্রী।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584