বিধানসভায় আজ সিএএ বিরোধী প্রস্তাব পেশ

0
75

নিউজফ্রন্ট, ওয়েবডেস্কঃ

পশ্চিমবঙ্গ বিধানসভায় আজ পেশ করা হবে সিএএ বিরোধী প্রস্তাব। ইতিমধ্যে কেরল, পাঞ্জাব ও রাজস্থানের তরফে সিএএ বিরোধী প্রস্তাব বিধানসভায় পেশ করা হয়ে গেছে।

anti caa resolution at west bengal assembly today | newsfront.co
ফাইল চিত্র

জানা গিয়েছে, দু’দিনের বিশেষ অধিবেশনের মধ্যে দিয়ে এই প্রস্তাব পেশ করবে তৃণমূল সরকার। সিএএ-র বিপক্ষে এই প্রস্তাবকে সমর্থন করবে বলে আগেই জানিয়েছিল কংগ্রেস ও বামেরা। তবে, প্রস্তাবের বয়ান নিয়ে সতর্ক বিরোধী শিবির। তাই খসড়া দেখে তাতে সংশোধনী আনতে পারে বাম ও কংগ্রেস বিধায়করা।

আরও পড়ুনঃ দুই দশকে এই প্রথম প্রত্যক্ষ কর বাবদ কমেছে সরকারের আয়

কেরলই প্রথম দেশের প্রথম রাজ্য হিসাবে সিএএ বিরোধী প্রস্তাব বিধানসভায় পাস করে। এরপর বাম-কংগ্রেস বিধায়করা কেরলকে অনুসরণ করে গত ৯ জানুয়ারি বিধানসভায় সিএএ বিরোধী প্রস্তাব পেশের দাবি তোলে।

সূত্রের খবর, পশ্চিম্বঙ্গের পরিষদীয় মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় সিএএ বিরোধী প্রস্তাব পেশ করবেন বিধানসভায়। এই প্রস্তাবের উপর বিতর্কে অংশ নেবেন মুখ্যমন্ত্রী।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here