নিউজফ্রন্ট, ওয়েবডেস্কঃ
মর্মান্তিক হেলিকপ্টার দুর্ঘটনায় প্রাণ হারালেন বাস্কেট বল খেলোয়াড় কোবে ব্রায়ান্ট(৪১) ও তাঁর কন্যা গিয়ান্না(১৩)। চালক-সহ কপ্টারের বাকি ৬ যাত্রীও প্রাণ হারিয়েছেন বলে জানা গেছে। এর মধ্যে গিয়ান্নার খেলার দলের আর এক সদস্য এবং তার অভিভাবকও আছে বলে জানা গিয়েছে।
জাতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, স্থানীয় সময় সকাল ১০ টা নাগাদ একটি এস-৭৬ কপ্টার ক্যালিফোর্নিয়ার পাহাড়ি অঞ্চল কালাবাসাসে ভেঙে পড়ে। গিয়ান্নার ম্যাচের জন্যই বাবা কোবে ব্রায়ান্ট তাঁকে পৌঁছে দিতে যাচ্ছিলেন। তখনই আচমকা এই দুর্ঘটনা।
আরও পড়ুনঃ বিধানসভায় আজ সিএএ বিরোধী প্রস্তাব পেশ
কোবে ব্রায়ান্টের ক্ষমতা নিয়ে বলা হয় ঈশ্বরপ্রদত্ত প্রতিভা। উচ্চতায় ৬ ফুট ৬ ইঞ্চির ব্রায়ান্ট হাইস্কুলের পর থেকেই এনবিএ লিগ খেলতে শুরু করেন ১৯৯৬ থেকে। সে সময় জেরি ওয়েস্ট, উইল্ট চেম্বারলিন, করিম আব্দুল জব্বর এবং ম্যাজিক জনসনের রেখে যাওয়া শ্রেষ্ঠত্বের ব্যাটন নিজের হাতে তুলে নেন ব্রায়ান্ট।
২০ বছরেরও বেশি খেলোয়াড় জীবনে ব্রায়েন্ট দু’বার অলিম্পিকে স্বর্ণপদক জয়লাভ করেছেন। লেকার্সের হয়ে তিনি যে ৮ ও ২৪ নম্বর জার্সি পড়ে খেলতেন,সেই দুটি জার্সিই তাঁর স্মরণে রেখে দেওয়া হবে বলে জানানো হয়েছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584