পিয়া গুপ্তা, উত্তর দিনাজপুরঃ
ইসলামপুরে এনআরসি ও সিএবি নিয়ে বিক্ষোভ প্রদর্শন করল রেজা কমিটি ইনক্লাব ফাউন্ডেশন-সহ বিভিন্ন সংগঠন। আজকে ইসলামপুর নিয়ন্ত্রিত বাজার সমিতির মার্কেটিং থেকে মিছিল বের হয়ে আশ্রমপাড়া মোড় ৩১ নম্বর জাতীয় সড়কে প্রথমে আগুন লাগায়। জ্বালানো হয় টায়ার। ফলত জাতীয় সড়ক অবরুদ্ধ হয়ে পড়ে।
এদিকে মিছিল যত এগোতে থাকে ৩১ নম্বর জাতীয় সড়ক দ্রুত অবরুদ্ধ হয়ে পড়ে। প্রায় দু’ঘণ্টা ধরে অবরুদ্ধ থাকে জাতীয় সড়ক।
ইসলামপুরের চৌরঙ্গী মোড় পুরাতন বাস স্ট্যান্ড, পিডব্লিউডি মোড়, ইসলামপুর বাস টার্মিনালের সামনে তারা প্রধানমন্ত্রী, নরেন্দ্র মোদি এবং অমিত শাহের কুশপুত্তলিকা দাহ করে। বিভিন্ন মোড়ে মোড়ে টায়ারে লাগানো আগুন নিয়ন্ত্রণে আনে ইসলামপুর ফায়ার ব্রিগেডের ইঞ্জিন।
আরও পড়ুনঃ উত্তর-পূর্ব ভারত ভ্রমণে সতর্কতা জারি মার্কিন যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্য-কানাডার
ইনক্লাব ফাউন্ডেশন এর মেম্বার, ডঃ সাদিক জানান যে আজকে এনআরসির প্রতিবাদে আমরা ইসলামপুর শহর জুড়ে এই মিছিল করছি। রেজা কমিটি-সহ অনেকগুলো কমিটি মিলে আজকে আমরা এই মিছিলে অংশগ্রহণ করি। আমাদের এই মিছিল এনআরসি-ক্যাবের বিরুদ্ধে।
আরও পড়ুনঃ ক্যাব বিরোধী জনতার বিক্ষিপ্ত বিক্ষোভ অব্যাহত মুর্শিদাবাদে
অন্যদিকে, রেজা কমিটির সদস্য মোহাম্মদ মনসুর আলম জানান যে আজকে আমরা এই মিছিল শুরু করেছি এবং শান্তিপূর্ণভাবে মিছিল হবে। ইসলামপুর বাজার নিয়ন্ত্রিত সমিতির থেকে মিছিল বের হয়ে আশ্রমপাড়া দিয়ে যাত্রা করে মিছিল শেষ হবে বাজার নিয়ন্ত্রিত সমিতির মার্কেট প্রাঙ্গণে।
তিনি আরও জানান যে এই আন্দোলন আরও তীব্র হবে পুরো সীমাঞ্চল এবং পুরো বেঙ্গলকে ঘিরে। এমনকি রেল অবরোধ করতেও তারা পিছপা হবেন না বলে জানিয়েছেন। তাদের মূল দাবি নাগরিকত্ব সংশোধনী বিল বাতিল করতে হবে।
আজ এই মিছিল উপলক্ষে ইসলামপুরে পুলিশের ব্যবস্থা ছিল প্রচুর। ইসলামপুরের পুলিশ, জেলা পুলিশ সুপারের নেতৃত্বে বিশাল পুলিশবাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এরপর ইসলামপুর ৩১ নম্বর জাতীয় সড়কের যানজট পুলিশ ধীরে ধীরে নিয়ন্ত্রণে আনে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584