বিমান বসুর নেতৃত্বে সোনামুখীতে এনআরসি-সিএএ বিরোধী মহামিছিল

0
43

নিজস্ব সংবাদদাতা, বাঁকুড়াঃ

“দেশের প্রধানমন্ত্রী ডাঁহা মিথ্যা কথা বলছেন, যা কখনওই কল্পনা করা যায় না”– এই ভাষাতেই শনিবার বাঁকুড়ার সোনামুখীতে সিপিএমের মহামিছিল শেষে এক সভায় এই অভিযোগ করেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু।

anti nrc and caa protest rally in bankura | newsfront.co
মহামিছিল। নিজস্ব চিত্র

এ দিন পরে মিছিল ও জনসভা শেষে সাংবাদিকের মুখোমুখি হয়ে রাজ্যের শাসক দলকেও এক হাত নেন বামফ্রন্ট চেয়ারম্যান। বিমান বসু সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘শুধু হাঁটলেই হবে না।’ সিএবি বিল পাশের সময় কেন তৃণমূল সাংসদরা রাজ্যসভা ও লোকসভায় উপস্থিত ছিলেন না, সে নিয়েও তিনি প্রশ্ন তোলেন। তিনি আরও বলেন, কেন আগামী ৮ জানুয়ারি ভারত বনধকে তারা সমর্থন করছেন, তা জানাতেই এই মহামিছিল বলে তিনি জানান।

আরও পড়ুনঃ অসমের ডিটেনশন ক্যাম্পে আবারও মৃত্যু এক বন্দীর

Biman Bose | newsfront.co
বিমান বসু৷ নিজস্ব চিত্র

এ দিন সোনামুখী ব্লকের দশটি অঞ্চল এবং সোনামুখী শহরের ১৫ টি ওয়ার্ডের দলীয় কর্মীদের নিয়ে সোনামুখী শহরে মিছিল করেন এবং সভায় নেতৃত্ব দেন সিপিআইএম নেতা বিমান বসু।

anti nrc and caa protest rally in bankura | newsfront.co
ভিড়। নিজস্ব চিত্র

আরও পড়ুনঃ সিএএ বিতর্কে নয়া মোড় যোগ করল স্বরাষ্ট্রমন্ত্রকের আধিকারিকের বক্তব্য

এ দিন এনআরসি প্রসঙ্গে কৃষক, শ্রমিক, ক্ষেত মজুরদের বাঁচাতে হলে লালঝান্ডাকে ঐক্যবদ্ধ করার আহ্বান করলেন বিমান বসু। এ দিনের সভায় এনআরসির বিরোধিতা করে বিভিন্ন বিষয় তুলে ধরেন বিমান বসু। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বিমান বসু নাগরিকত্ব আইন নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক বোঝাপড়াকেও কটাক্ষ করেন।

এদিকে সিপিএমের মিছিলকে কটাক্ষ করে সোনামুখী পৌরসভার চেয়ারম্যান সুরজিৎ মুখোপাধ্যায় বলেন, মহামিছিল তো মানুষের সমর্থন নিয়ে হয়, মানুষ যদি সাথে থাকে তাকে আমরা মহামিছিল বলি। কিছু ভাড়া করে বাজনাওয়ালা নিয়ে এসে আর কিছু পেইড স্টাফকে নিয়ে রাস্তায় হাঁটলে সেটাকে মহামিছিল বলে না। আমাদের তৃণমূল ছাত্র পরিষদের ছেলেরা প্রতিদিনই এমন মিছিল করছে। কাজেই এই মিছিল নিয়ে আমার বলার কিছু নেই।

তিনি আরও বলেন, সিপিএম পার্টিটা অনেক আগেই বিজেপির কাছে বিক্রি হয়ে গেছে। দিনের বেলায় বাম আর রাতের বেলায় রাম মানুষ ধরে ফেলেছে। বামপন্থীদের সঙ্গে মানুষের আর যোগ নেই । বামপন্থীদের থেকে মানুষ আজ সরে গেছে। পশ্চিমবাংলার কংগ্রেস সিপিএম বিজেপি এক ছাতার তলায়।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here