জেলা তৃণমূলের তরফে মেদিনীপুরে এনআরসি-সিএএ-এনপিআর বিরোধী মিছিল

0
25

নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ

ইতিমধ্যেই নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে যথেষ্ট উত্তাল হয়ে পড়েছে গোটা রাজনৈতিক মহল। নাগরিকত্ব সংশোধনী আইনের বিরুদ্ধে একের পর এক কর্মসূচি গ্রহণ করছে বর্তমান শাসকদল।

তৃণমূলের পদমিছিল যাত্রা। নিজস্ব চিত্র

শনিবার মেদিনীপুর শহরের এনআরসি, সিএএ, এনপিআর এর বিরোধিতায় মহামিছিল বের করল জেলা তৃণমূল নেতৃত্ব। এদিন মেদিনীপুর শহরের কলেজ মাঠ থেকে মিছিল শুরু হয়। এরপর গোটা শহরে মিছিল পরিক্রমা করে অবশেষে পথসভার মাধ্যমে এই কর্মসূচি শেষ করা হয়।

এদিন এই মিছিলে উপস্থিত ছিলেন মন্ত্রী সৌমেন মহাপাত্র, জেলা পরিষদের সভাধিপতি উত্তরা সিং হাজরা, জেলা পরিষদের সহ-সভাপতি তথা মেদিনীপুর জেলা তৃণমূল সভাপতি অজিত মাইতি, নির্মল ঘোষ-সহ অন্যান্য জেলা তৃণমূল নেতৃত্ব। এদিন এই মিছিলে কয়েক হাজার তৃণমূল কর্মী সমর্থক পা মেলান। মিছিল শেষে পথসভায় একের পর এক জেলা তৃণমূল নেতৃত্ব বক্তব্য রাখতে গিয়ে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে একের পর এক তোপ দাগেন। প্রত্যেকেই বলেন নাগরিকত্ব সংশোধনী আইন কিছুতেই মেনে নেওয়া যাবে না।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here