কালিয়াগঞ্জে গণধর্ষণের শিকার দিনমজুর, গ্রেফতার দুষ্কৃতীরা

0
89

পিয়া গুপ্তা, উত্তর দিনাজপুরঃ

হোটেল থেকে দিনমজুরির কাজ সেরে বাড়ি ফেরার পথে গণধর্ষণের শিকার হল এক মহিলা। বর্ষবরণের রাতে নরকীয় এই ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ থানার হরিহরপুরে। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ও ক্ষোভ দেখা দিয়েছে এলাকায়।

anti social | newsfront.co
ধৃত। নিজস্ব চিত্র

ঘটনায় যুক্ত থাকার অভিযোগে দুই দুষ্কৃতীকে গ্রেফতার করেছে পুলিশ। এ দিন ধৃত দুই দুষ্কৃতীকে রায়গঞ্জ আদালতে তোলা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কালিয়াগঞ্জের হরিহরপুরের বাসিন্দা ২৭ বছর বয়সী এক মহিলা ধনকৈল মোড়ে এক হোটেলে দিনমজুরির কাজ করেন। প্রতিদিনের মতো গত মঙ্গলবার রাতেও হোটেলের কাজ সেরে হরিহরপুরে বাড়িতে ফিরছিলেন তিনি।

আরও পড়ুনঃ ভাটপাড়া নাগালের বাইরে হওয়ায় হাইকোর্টের দ্বারস্থ গেরুয়া বাহিনী

anti social arrested in gang rape case | newsfront.co
নির্যাতিতার মা। নিজস্ব চিত্র

পথে সুজন বর্মন ও শিবু বর্মন নামে দুই দুষ্কৃতী ওই মহিলাকে রাস্তা থেকে তুলে নির্জন এলাকায় নিয়ে গিয়ে জোর করে মদ্যপান করিয়ে তার উপর পাশবিক অত্যাচার চালায় এবং গণধর্ষণ করে বলে অভিযোগ।

police super | newsfront.co
পুলিশ সুপার, সুমিত কুমার। নিজস্ব চিত্র

দুষ্কৃতীরা কুকর্ম করে চলে যাওয়ার পর নির্যাতিতা মহিলা সেখান থেকে কোনও রকমে বাড়ির উদ্দেশ্যে রওনা হলে পথে নকুল মহন্ত নামে এক গাড়ির চালক তাকে জোর করে গাড়িতে তুলে গণধর্ষণ করে বলে অভিযোগ নির্যাতিতার পরিবারের। এ দিকে রাতভর মেয়ে বাড়িতে না ফেরায় নির্যাতিতার মা আতঙ্কিত হয়ে মেয়েকে খুঁজতে বের হন।

আরও পড়ুনঃ দশম শ্রেণির ছাত্রের মৃত্যু ঘিরে চাঞ্চল্য এলাকায়

নির্যাতিতার মা জানান, মেয়েকে অনেক খোঁজার পর ধনকৈল মোড় এলাকায় খুঁজে পাওয়া যায়। ঘটনা জানতে পেরেই পুলিশের কাছে অভিযোগ জানায় পরিবার। দোষীদের কঠোর শাস্তির দাবি জানিয়েছে নির্যাতিতার পরিবার।

নারকীয় এই ঘটনার সাথে যুক্ত থাকার অভিযোগে শিবু বর্মণ ও নকুল মহন্তকে গ্রেফতার করেছে কালিয়াগঞ্জ থানার পুলিশ। অপর অভিযুক্ত সুজন বর্মণ এখনও পলাতক। পুলিশ সুজন বর্মণের খোঁজে তল্লাশি শুরু করার পাশাপাশি ঘটনার তদন্ত শুরু করেছে। এ দিকে বৃহস্পতিবার ধৃত দুই দুষ্কৃতী নকুল মহন্ত ও শিবু বর্মণকে রায়গঞ্জ আদালতে তোলা হয়েছে।

রায়গঞ্জ জেলা পুলিশ সুপার সুমিত কুমার বলেন, অভিযোগ পাওয়ার পরেই পুলিশ দুই দুষ্কৃতীকে গ্রেফতার করেছে। পলাতকের খোঁজে তল্লাশি শুরু হয়েছে। আদালতের কাছে ধৃত দুইয়ের পাঁচ দিনের পুলিশি হেফাজত চেয়েছে পুলিশ। ধৃতদের বিরুদ্ধে ৩৭৬ডি ধারায় মামলা শুরু করেছে পুলিশ।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here