পিয়া গুপ্তা, উত্তর দিনাজপুরঃ
এক ওষুধ ব্যবসায়ীকে একদল দুষ্কৃতী গুলি করে ছিনতাই করার চেষ্টায় চাঞ্চল্য ছড়াল উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ থানার ভাঙাবাড়ি একালায়।

গুলিবিদ্ধ ওই ওষুধ ব্যবসায়ী সুশান্ত সরকারকে প্রথমে রায়গঞ্জ গভর্মেন্ট মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে তার অবস্থার অবনতি হলে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
সূত্রের খবর, দুস্কৃতীরা গুলি করে পালিয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে রায়গঞ্জ থানার পুলিশ।
আরও পড়ুনঃ এফআইআর দায়ের করার ৪০ দিন পর গ্রেফতার আলিগড়ের চিকিৎসক
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, হেমতাবাদের বাসিন্দা পাইকারি ওষুধ ব্যবসায়ী সুশান্ত সরকার ডালখোলা, কানকি, করণদিঘী-সহ বিভিন্ন এলাকায় পাইকারি ওষুধ বিক্রি করেন। এ দিন তিনি ওষুধ বিক্রি করে বিভিন্ন দোকান থেকে টাকা সংগ্রহ করে মোটরবাইকে চেপে বাড়ির উদ্দেশ্যে ফিরছিলেন। পথে রায়গঞ্জ থানার ভাঙাবাড়ি এলাকায় দুস্কৃতীরা টাকা ছিনতাইয়ের উদ্দেশ্যে সুশান্ত বাবুকে পিছন থেকে গুলি করে।
সুশান্তবাবর আর্ত চিৎকারে আশপাশের স্থানীয়রা ছুটে আসেন। গুলি করেই পালিয়ে যায় দুষ্কৃতীরা। স্থানীয় বাসিন্দারাই গুলিবিদ্ধ সুশান্ত সরকারকে উদ্ধার করে রায়গঞ্জ গভর্মেন্ট মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসে। সেখানে তাকে ভর্তি করার পর তার অবস্থার অবনতি হওয়ায় তাকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584