সিমা পুরকাইত, দক্ষিণ ২৪ পরগণাঃ
অন্ধকার রাস্তায় পথচারির উপর দুষ্কৃতীদের হামলার ঘটনায় চাঞ্চল্য ছড়াল এলাকায়। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগণার বিষ্ণুপুর থানার আমতলা বারুইপুর রোডের পিকতলার কাছে।
আমতলা চণ্ডীগ্রাম পঞ্চায়েতের অন্তর্গত পূর্বচণ্ডী গ্রামের সুভরণ রায় বেহালার একটি বেসরকারি মোমো রেঁস্তরার ম্যানেজার অভিষেক ব্যানার্জী। গতকাল রাত ১২.৩০ নাগাদ তিনি বাড়ি ফিরছিলেন। অন্যান্য দিনের মতো গাড়ি না পেয়ে পায়ে হেঁটেই ফিরছিলেন তিনি।
হঠাৎ তিনি খেয়াল করেন, পিকতলার কাছে দূরে একটি চারচাকা দাঁড়িয়ে আছে। গাড়িটি পার হয়ে যেতেই পিছন থেকে আকস্মিক লাঠি হামলা হয় তার উপর। এমনকী রাস্তার উপরে ফেলে বেধরক মারধর করা হয় তাকে।
আরও পড়ুনঃ অপেক্ষারত প্রতিবাদীদের ‘হাম দেখেঙ্গে’-র অবসান আজ, সিএএ নিয়ে শুনানি একটু পরেই
কাছে থাকা টাকা-পয়সা, ফোন ও পিঠে থাকা ব্যাগ নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। কোনওরকম ভাবে প্রাণ বাঁচিয়ে পালান সেই রেঁস্তরার মালিক। কিন্তু চিৎকার চেঁচামেচিতেও রাতে কেউ আসেনি আমতলা চত্বরে।
এরপর অভিষেক বাবু, পার্টি অফিসে এসে নাইট গার্ডের কাছ থেকে ফোন নিয়ে পরিবারের লোকজনেদের ফোন করেন। ঘটনার খবর পেয়ে বাড়ির লোকজন আসে ও আমতলা গ্রামীণ হসপাতালে চিকিৎসা করে। ঘটনার পর থানায় অভিযোগ দায়ের করেন অাক্রান্ত পরিবার। পুরো বিষয়টি ক্ষতিয়ে দেখছেন বিষ্ণুপুর থানার পুলিশ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584