সিমা পুরকাইত, দক্ষিণ ২৪ পরগণাঃ
বিষ্ণুপুরে এক পেট্রোল পাম্পে আগ্নেয়াস্ত্র দেখিয়ে হামলা চালাল দুষ্কৃতীরা। চলে ভাঙচুর। খুন করার চেষ্টা করা হয়। হামলায় জখম হন পাঁচ জন পথচারি। সেইসঙ্গে আহত হন তৃণমূল নেতারা।
এদিন আচমকাই মন্দির বাজার থানার মৌজপুর পেট্রল পাম্পে দুস্কৃতীরা হামলা চালায়। বেশ কিছু বাইক ভাঙচুর করা হয়। এই হামলার পিছনে সিপিএমের যোগ থাকতে পারে মনে করছে তৃণমূল। অভিযোগের তির সিপিএম সর্মথক সাজামাল লস্করের দিকে। এলাকায় দুস্কৃতী বলে পরিচিত তিনি।
আরও পড়ুনঃ লস্কর লিঙ্কম্যান তানিয়াকে সঙ্গে নিয়ে বসিরহাটের বাড়িতে তল্লাশি এনআইএ-র
সাজামাল পেট্রোল পাম্পে হামলা চালালে তার প্রতিবাদ করতে যায় তৃণমূল নেতা আলিম মোল্লা। তখনি আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে মারধর করা হয় তাকে। একাধিক বাইক ভাঙচুর করে।
বাড়ি ঘর লুট করে। ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ। পুরোনা শত্রুতা নাকি অন্য কোন কারণ, তা খতিয়ে দেখছে পুলিশ। এমন ঘটনায় এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ তুলেছে এলাকার বাসিন্দারা। অভিযুক্তর গ্রেফতারের দাবিতে অবরোধ বিক্ষোভ হয়। বিষ্ণুপুর ডায়মন্ড হারবার রোড অবরোধ করেন বাসিন্দারা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584