আসামি ছাড়াতে থানায় হামলা,শাসকদলের বিরুদ্ধে অভিযোগ

0
55

সিমা পুরকাইত, দক্ষিণ ২৪ পরগনাঃ

চলছে ইঁট বৃষ্টি, খোদ পুলিশই মার খাচ্ছে। না এ দৃশ্য কোন হিন্দি, বাংলা বা দক্ষিণের ছবির সুটিং -এ নয়। এ বাস্তব দৃশ্য এই বাংলাতেই। আর যারা এ ঘটনা ঘটাচ্ছে তারা বর্তমান শাসক দলের সক্রিয় কর্মী সমর্থক।
বারো বছরে এই নিয়ে দ্বিতীয়বার আক্রমণ করা হল সুন্দরবনের ছোট মোল্লাখালির উপকূলীয় থানায়। ঘটনায় আহত হয়েছে চার পুলিশ কর্মী। পরিস্থিতি সামাল দিতে বিরাট পুলিশ বাহিনী টহল দিচ্ছে এলাকায়। ঘটনায় অভিযোগ উঠেছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে।

conflict | newsfront.co
নিজস্ব চিত্র

স্থানীয় ও পুলিশ সূত্রে খবর, শনিবার রাজনৈতিক সংঘর্ষে উত্তপ্ত হয়ে ওঠে সুন্দরবন উপকূলীয় থানার রাধানগর গ্রাম। অভিযোগ, এই ঘটনার পর তৃণমূলের কর্মীরা বিজেপির কর্মী সমর্থকদের বাড়িতে গিয়ে লুটপাট ও ভাঙচুর শুরু করে। খবর পেয়ে এলাকায় পৌঁছায় পুলিশ। ঘটনাস্থল থেকে গ্রেফতার করা হয় পাঁচজনকে। যারা সকলেই তৃণমূল কংগ্রেসের কর্মী বলে জানা গেছে। উদ্ধার করা হয় চারটি মোটর সাইকেল।

আরও পড়ুনঃ বিষ্ণুপুরে দু’টি লরির মুখোমুখি সংঘর্ষে মৃত ৪

গতকালের ঘটনার পর এদিন রাধানগর গ্রাম থেকে স্থানীয় তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা থানায় আসেন তাদের দলীয় কর্মীকে দেখতে। অভিযোগ, এই পাঁচ তৃণমূল কর্মীকে বেধড়ক মারধর করা হয় থানার লকআপে রেখে। ক্ষিপ্ত হয়ে ওঠে সেই সমস্ত কর্মী-সমর্থকরা।

থানা লক্ষ্য করে চলে গালিগালাজ। পরে পুলিশ এসে ভিড় সরিয়ে দেয়। এরপর প্রাথমিকভাবে ভিড় সরে গেলেও পরে আরও বিক্ষুব্ধ স্থানীয় মানুষজন এসে থানাকে লক্ষ্য করে ছুড়তে থাকে ইঁট পাটকেল। থানা লক্ষ্য করে ভাঙা ইঁট ছুটে আসে পুলিশ কর্মীদের দিকে। কার্যত থানার মধ্যে ঘন্টাখানেক অবরুদ্ধ হয়ে পড়ে সেই সমস্ত পুলিশকর্মীরা। পরে আরও পুলিশ কর্মী একসাথে হয়ে লাঠিচার্জ শুরু করে বিক্ষুব্ধ জনতাকে সড়াতে। পুলিশ লাঠিচার্জ করছে দেখেই ফের ক্ষুব্ধ হন মারমুখী জনতা। পুলিশকে লক্ষ্য করে আরেক প্রস্ত চলে ইঁট ও পাথর ছোড়াছুড়ি।

আরও পড়ুনঃ নিম্নচাপ নয়, বজ্রগর্ভ মেঘের সঞ্চারে বিক্ষিপ্ত বৃষ্টি হবে দক্ষিণবঙ্গে

সেই ঘটনায় আহত হয় পুলিশ কর্মী। যাদের মধ্যে একজন মহিলা পুলিশ ও আছে। এক সিভিককর্মীর মাথাতে ইঁটের আঘাত লাগে, রক্তাক্ত হন তিনি। হাতে পায়ে আঘাত লাগে অন্যান্য পুলিশকর্মীদের।
এদিনের এই ঘটনার পর ব্যাপক পুলিশ মোতায়েন করা হয় এই এলাকায়। থানা থেকে পালানো আসামিদের খোঁজে শুরু হয় তল্লাশি। যে সমস্ত মোটরসাইকেলগুলো পুলিশ উদ্ধার করে থানায় রেখেছিল, সেগুলিও নিয়ে পালায় দুষ্কৃতীরা। এদিন বিকেল পর্যন্ত তারও কোন খোঁজ মেলেনি।

উল্লেখ্য ২০০৮ সালে এই উপকূলীয় থানায় ভাঙচুর করে আসামি ছিনতাইয়ের ঘটনা ঘটে। প্রজাতন্ত্র দিবসের দিন এই ঘটনায় আহত হন থানার ওসি সহ বেশ কয়েকজন পুলিশ কর্মী। একযুগ পর ফের সেই একই ঘটনার পুনরাবৃত্তি ঘটল উপকূলীয় থানাতে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here