চা বিক্রেতার দোকান – বাড়ি ভাঙচুরের অভিযোগ এলাকার দুষ্কৃতীদের বিরুদ্ধে

0
40

শিবশঙ্কর চ্যাটার্জ্জী, দক্ষিণ দিনাজপুরঃ

এলাকার দুই যুবকের বচসার মীমাংসা করতে গিয়ে এক চা বিক্রেতার দোকান ও বাড়ি ভাঙচুরের অভিযোগ উঠলো এলাকার কয়েকজন দুষ্কৃতীদের বিরুদ্ধে।

tea shop | newsfront.co
নিজস্ব চিত্র

ঘটনাটি ঘটেছে বালুরঘাট শহরের লালমাটি এলাকায়। চা বিক্রেতা রঞ্জিত মোহন্তের অভিযোগ, গতকাল রাতে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা তার চায়ের দোকান ভাঙচুর করে। হামলা চালানো হয় তার বাড়িতেও। এই ঘটনায় বৃহস্পতিবার বালুরঘাট থানায় একটি অভিযোগ দায়ের করেন রঞ্জিত মহন্তের স্ত্রী আদুরী মহন্ত। বালুরঘাট থানার পুলিশ অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমেছে।

tea shop in balurghat | newsfront.co
নিজস্ব চিত্র

যদিও স্থানীয় বাসিন্দারা রঞ্জিত মহন্তের বিরুদ্ধে চায়ের দোকানের আড়ালে মদ গাঁজা বিক্রির অভিযোগ করেছেন।

আরও পড়ুনঃ আনলক ওয়ানের শুরুতেই মালদহে পথ দুর্ঘটনা বাড়ছে

দক্ষিণ দিনাজপুর তৃণমূল জেলা কার্যকরী সভাপতি দেবাশীষ মজুমদার জানান, “এই ঘটনার সাথে তৃণমূলের কোনো যোগ নেই। ওই ব্যক্তির বিরুদ্ধে অসামাজিক কাজের অভিযোগ রয়েছে। প্রতিবেশীদের সাথে গোলমালের জেরে ভাঙচুর হয়েছে বলে শুনেছি।”

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here