ওয়েব ডেস্ক, করৌলীঃ
জমি মাফিয়াদের হাত থেকে মন্দির বাঁচাতে গিয়ে অগ্নিদগ্ধ হয়ে খুন হতে হল বছর পঞ্চাশের পুরহিতকে। ঘটনাটি ঘটেছে রাজস্থানের করৌলী জেলায় সাপত্রা এলাকায়।
জানা গেছে, দীর্ঘদিন ধরে পুজো করে আসছেন বছর পঞ্চাশের বাবুলাল নামে পরিচিত এই পুরোহিত। মন্দির কর্তৃপক্ষ তাঁকে বসবাসের জন্য এক টুকরো জমি দেন ঘর বেঁধে থাকার জন্য। আর সেই জমিতেই নজর ছিল জমি মাফিয়াদের। সেই মত ৬ জন দুষ্কৃতী সেই জায়গা দখল নিতে গেলে বাধা দেন পুরোহিত।
আরও পড়ুনঃ স্নান করতে নেমে পুকুরে কুমিরের দেখা ! চাঞ্চল্য পাথরপ্রতিমায়
তার জেরেই গতকাল এই পুরহিতের উপর হামলা চালায় দুষ্কৃতিকারীরা বলেই অভিযোগ স্থানীয়দের। আক্রান্ত পুরোহিতের গায়ে কেরোসিন ও পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। মারাত্মক দগ্ধ অবস্থায় তাঁকে ভর্তি করা হয় সোয়াই মানসিং হাসপাতালে। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় আক্রান্ত পুরোহিতের।
সংবাদ সূত্রে জানা গেছে, পুলিশ প্রধান অভিযুক্ত কৈলাশ মীনাকে গ্রেফতার করেছে। এই ঘটনায় প্রশ্ন উঠেছে অশোক গেহলতের রাজ্যে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584