রিচা দত্ত, মুর্শিদাবাদঃ
মুর্শিদাবাদের ডোমকলে পরকীয়ার জেরে এক হাতুড়ে চিকিৎসককে গুলিতে ঝাঁঝরা করে পলাতক দুষ্কৃতীরা। শনিবার দুপুরে ডোমকলের পাড়দিয়াড় জিৎপুরের এই ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে।

মৃত হাতুড়ে চিকিৎসকের নাম আল আমিন শেখ (৩৩)। তার বাড়ি জিৎপুর গ্রামেই। গ্রামেরই এক গৃহবধুর সাথে ওই চিকিৎসকের দীর্ঘদিনের প্রণয় ছিল। মাস চারেক আগে তা নিয়ে অশান্তিও ছড়ায় দুই পাড়ায়।

এরপর কিছুদিন পলাতক থাকার পর গ্রামে ফেরেন ওই চিকিৎসক। শনিবার দুপুরে নিজের ডিসপেন্সারিতেই বসে ছিলেন আল আমিন। তখনই দুটি বাইকে চোখমুখ ঢেকে ৬ জন দুষ্কৃতী ডিস্পেন্সারিতে ঢুকে লাগাতার গুলিবৃষ্টি শুরু করে। আল আমিনের শরীরে ৫ টি গুলি লাগে। এরপরেই গুলি ছুঁড়তে ছুঁড়তে দুষ্কৃতীরা এলাকা ছেড়ে পালায়।

আরও পড়ুনঃ ট্রাফিক পুলিশের উদ্যোগে সচেতনতা সপ্তাহ পালন
ঘটনার আকস্মিকতা কাটিয়ে স্থানীয়রা গুরুতর জখম আল আমিনকে ডোমকল সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মুর্শিদাবাদ মেডিকেল কলেজে স্থানান্তরিত করে। পথেই মৃত্যু হয় তাঁর।
ঘটনার পর ডোমকলের এসডিপিও সন্দীপ সেন বিরাট পুলিশ বাহিনী নিয়ে ঘটনাস্থলে পৌছান। এলাকায় টহল দিচ্ছে পুলিশ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584