নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ
ভরদুপুরে এক বৃদ্ধার গলার নলি কেটে খুন করায় চাঞ্চল্য ছড়ালো এলাকায়। শুক্রবার ঘটনাটি ঘটে পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর থানার শ্যামসুন্দরপুর গ্রামে।মৃতার নাম মৌসুমী গোস্বামী। স্থানীয় সূত্রে জানা যায় যে শুক্রবার দুপুর দেড়টা নাগাদ তিনি যখন তার বাড়িতে নিজের ঘরে শুয়ে ছিলেন সেই সময় দুষ্কৃতীরা তার ঘরে ঢুকে তার গলার নলি কেটে খুন করে দ্রুত এলাকা ছেড়ে পালিয়ে যায় বলে অভিযোগ।
রক্তে তার বিছানা ভিজে যায়। তার পরিবারের লোকেরা তার ঘরে গিয়ে বিষয়টি জানতে পেরে প্রতিবেশিদের জানায়। পরে তারা ফোন করে দাসপুর থানার পুলিশকে জানায়।খবর পেয়ে ঘটনাস্থলে যায় ঘাটাল মহকুমার পুলিশ আধিকারিক অগ্নিশ্বর চৌধুরী, দাসপুর থানার ওসি সুদীপ ঘোষাল সহ অন্যান্য পুলিশ কর্মীরা।
আরও পড়ুনঃ বিষ্ণুপুরে ডাকাতির আগেই পুলিশের জালে অস্ত্র সহ ধৃত ৫ ডাকাত
ওই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। যেভাবে ভরদুপুরে ৬৫ বছরের এক বৃদ্ধাকে দুষ্কৃতীরা গলার নলি কেটে খুন করেছে, তাতে রীতিমতো আতঙ্কে রয়েছেন ওই এলাকার বাসিন্দারা। স্থানীয় বাসিন্দারা পুলিশকে, পুলিশ কুকুর দিয়ে ওই ঘটনার তদন্ত করার দাবি জানিয়েছে। ঘটনাস্থলে রয়েছেন পুলিশ আধিকারিকরা। দাসপুর থানার পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ঘাটাল মহকুমা হাসপাতালের মর্গে ময়না তদন্তের জন্য পাঠায়।
আরও পড়ুনঃ ফুলবাড়িতে এক ব্যক্তির ঝুলন্ত মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য
তবে কী কারণে ওই বৃদ্ধাকে ভরদুপুরে দুষ্কৃতীরা খুন করলো তা এখনো জানা যায়নি। বৃদ্ধার স্বামী ও পুত্রবধূ সেই সময় বাড়িতে অন্য ঘরে থাকলেও তারা কিছুই বলতে পারছেনা। তবে ওই ঘটনার ফলে তার পরিবারে ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ওই এলাকায় এর আগে কোনদিন প্রকাশ্য দিবালোকে এরকম খুনের ঘটনা ঘটেনি। তাই এলাকার বাসিন্দারা আতঙ্কিত হয়ে পড়েছেন। পুলিশ তদন্তের কাজ শুরু করেছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584