নিজস্ব সংবাদদাতা, পূর্ব মেদিনীপুরঃ
বুধবার পূর্ব মেদিনীপুরের ভগবানপুর ১ নং ব্লকের শিমুলিয়া অঞ্চলে বিজেপির অবস্থান বিক্ষোভ কর্মসূচি চলাকালীন পুলিশি উপস্থিতিতে প্রায় ৩০০ তৃণমূল দুষ্কৃতীরা বিজেপি কর্মী সমর্থকের ওপর চড়াও হয় এবং বাঁশ লোহার রড নিয়ে ব্যাপক মারধর চালায় বলে অভিযোগ। এমনকি সংবাদমাধ্যমের ওপরও হামলা হয়। সাংবাদিকদেরও মারধর করে তৃণমূলের দুষ্কৃতীরা, এমনটাই অভিযোগ। এলাকায় ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়েছে।
উল্লেখ্য গতকয়েকদিন আগে শিমুলিয়া অঞ্চলের উপপ্রধানের বিরুদ্ধে একটা ভিডিও ভাইরাল হয়। সেই ভিডিওকে কেন্দ্র করে বিজেপি কর্মীদের বারংবার হুমকি দেওয়া হত, এছাড়া কাউকে অঞ্চলের সুযোগসুবিধা দেওয়া হত না, তারই প্রতিবাদে ওই অঞ্চলের অঞ্চল প্রধানের কাছে ডেপুটেশন দিতে গেলে, অঞ্চলের উপপ্রধান দীপ্তেন্দু মাইতির উপস্থিতিতে বিজেপি কর্মীসমর্থকদের ওপর চড়াও হয়ে ব্যাপক মারধর চালায় তৃণমূলের দুষ্কৃতীরা। এমনকি তাদের হাত থেকে রেহাই পায়নি সংবাদমাধ্যম।
আরও পড়ুনঃ মধ্যরাতে রেড রোডে বেসামাল মদ্যপ যুবতী! অর্ধনগ্ন হয়ে নৃত্য, পুলিশকে চড়
সাংবাদিকদেরও ক্যামেরা ছিনিয়ে নেওয়ার চেষ্টা হয় এবং মারধর করা হয় বলে অভিযোগ। গুরুতর অবস্থায় বিক্ষোভকারী বিজেপি কর্মীদের ভগবানপুর হাসপাতালে ভর্তি করা হয়।
বিজেপির ডেপুটেশন রয়েছে আগে থেকেই খবর ছিল শিমুলিয়া অঞ্চলের তৃণমূলের উপপ্রধান দীপ্তেন্দু মাইতির কাছে। তাই বাঁশ, লাঠি নিয়ে আগে থেকেই প্রস্তুত করেছিল কর্মীসমর্থকদের, আর তারপরই বিজেপি কর্মীদের ওপর পুলিশের সামনেই চালানো হয় আচমকা হামলা। এমনই অভিযোগ গেরুয়া শিবিরের।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584