সিমা পুরকাইত, দক্ষিণ ২৪ পরগনাঃ
পারিবারিক জমি বিবাদকে কেন্দ্র করে সালিশি সভায় চলল গুলি। ঘটনায় গুলিবিদ্ধ হয়েছে ৩ জন। ঘটনাটি ঘটে দক্ষিণ ২৪ পরগনার ঢোলাহাট থানার শংকরপুর গ্রাম পঞ্চায়েত এলাকার আমিরপুরে।
স্থানীয় সূত্রে জানা যায়,ঢোলাহাট থানা এলাকার বাসিন্দা মোতালেব মীর ও আরফান মীরের মধ্যে পৈত্রিক সম্পত্তি নিয়ে দীর্ঘদিন বিবাদ চলছিল।
এদিন দুপুরে স্থানীয় তৃণমূল নেতৃত্বের উদ্যোগে সালিশি সভা শুরু হয় গ্রামে। সভা শুরু হতেই হঠাৎ এলোপাথাড়ি গুলি চলতে থাকে দুই পক্ষের মধ্যে। ঘটনায় গুলিবিদ্ধ হন সালিশি সভায় আসা তিন ব্যক্তি, বাসার মির (২৮), রফিকুল মির (২৬), আসাদুল কয়াল(৩২)। পরে স্থানীয়রা গুলিবিদ্ধ আহতদেরকে উদ্ধার করে প্রথমে কুলপি গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়।
আরও পড়ুনঃ ডাক্তারের গাড়ির ধাক্কায় প্রাণ গেল শিশুর
সেখান থেকেই চিকিৎসকরা ডায়মন্ড হারবার জেলা হাসপাতালে স্থানান্তরিত করেন ওই তিন ব্যক্তিকে। ডায়মন্ড হারবার জেলা হাসপাতালে ৩ গুলিবিদ্ধ ব্যক্তিকে নিয়ে গেলে আসাদুল ও রফিকুলকে কলকাতার এক হাসপাতালে স্থানান্তরিত করা হয়।
অন্যদিকে এ ঘটনার পর থেকে থমথমে গোটা এলাকা। এলাকায় মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশবাহিনী। ঘটনার পর পুলিশ চার জনকে আটক করেছে। সমস্ত ঘটনার তদন্ত শুরু করেছে ঢোলাহাট থানার পুলিশ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584