নিউমার্কেটের রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে ঘুলঘুলি ভেঙে ঢুকে ভল্ট কেটে লুঠের চেষ্টা দুষ্কৃতীদের

0
49

শুভম বন্দ্যোপাধ্যায়, কলকাতাঃ

লকডাউনে এবার বন্ধ ব্যাঙ্কে ভল্ট কেটে লুঠের চেষ্টা করল দুষ্কৃতীরা। তবে মূল অংশটির সন্ধান না পাওয়ায় বিশেষ কিছু খোয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ। সোমবার সকালে বিষয়টি নজরে আসে ৫ নম্বর লিন্ডসে স্ট্রিটের দোতলায় ওই রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কটির কর্মচারীদের। ঘটনার তদন্ত চালাচ্ছে নিউ মার্কেট থানার পুলিশ।

bank robbery | newsfront.co
প্রতীকী চিত্র

পুলিশ জানিয়েছে, সোমবার সকালে ব্যাঙ্কের মূল দরজা কর্মীরা ঢুকেভল্টের সামনে গিয়ে দেখেন, গ্যাস কাটার জাতীয় কোনও জিনিস দিয়ে ভল্টের একাংশ কাটা হয়েছে। ভল্টের ভিতরে যা ছিল কিছুই নেই। বেশ কিছু ফাইলপত্র ছড়িয়ে ছিটিয়ে লন্ডভন্ড হয়ে পড়ে আছে।

ব্যাঙ্কের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বিষয়টি জানতে পেরে খবর দেন পুলিশকে। নিউমার্কেট থানার পুলিশকে সঙ্গে নিয়ে ঘটনাস্থলে পৌঁছন কলকাতা পুলিশ ডিসি (সেন্ট্রাল) নীলকণ্ঠ সুধীর কুমার। শহরের মধ্যস্থলে এভাবে ব্যাঙ্ক ডাকাতির চেষ্টার ঘটনায় বিস্মিত পুলিশও!

আরও পড়ুনঃ পেট্রপণ্যের মূল্যবৃদ্ধিতে বাম কংগ্রেসের বিক্ষোভ মিছিল মালদহে

প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, শেষ শনিবার মাসের চতুর্থ শনিবার হওয়ায় ব্যাঙ্ক বন্ধ ছিল। তারপর রবিবারও বন্ধ ছিল। ওই দু’দিনের মধ্যে ঘটনাটি ঘটে থাকতে পারে। ব্যাঙ্কের পিছন দিকের একটি ঘুলঘুলি কেটে ব্যাঙ্কে প্রবেশ করা হয়েছে। লুঠের আগে রেইকি করে তবেই এসেছিল দুষ্কৃতীরা।

তবে পুলিশ জানায়, ব্যাঙ্কের ভল্টের দু’টি অংশ রয়েছে। যে অংশ দুষ্কৃতীরা কাটতে পেরেছে সেই অংশে বড় অঙ্কের টাকা বা সোনাদানা কিছু ছিল না। ওই অংশে কিছু খুচরো পয়সা রাখা ছিল। কিন্তু মূল অংশ অর্থাৎ যেখানে টাকা এবং সোনা ছিল সেই অংশ অক্ষত থাকায় বড় কিছু খোয়া যায়নি। তবে ব্যাঙ্ক কর্তৃপক্ষের তরফে নিরাপত্তার ক্ষেত্রে বেশ কিছু ঘাটতি দেখা গিয়েছে। এই সমস্ত বিষয় নিয়ে ব্যাঙ্ক কর্তৃপক্ষের সঙ্গে কথা বলা হবে বলে দাবি পুলিশের।

আরও পড়ুনঃ মহিলাকে কুপ্রস্তাব দেওয়ার অভিযোগ তৃণমূল নেতার বিরুদ্ধে

তদন্তকারীদের দাবি, ব্যাঙ্কের ভিতরে সিসি ক্যামেরা থাকলেও সিসি ক্যামেরা বন্ধ ছিল। আবার ব্যাঙ্কের বিদ্যুতের লাইন বন্ধ ছিল কি না তা নিয়েও সংশয় প্রকাশ করেছেন তদন্তকারীরা। ব্যাঙ্কে অ্যালার্ম থাকা সত্ত্বেও
ভল্ট কাটার চেষ্টা হওয়ার পরও অ্যালার্ম বাজল না কেন, সেটাও ভাবাচ্ছে তদন্তকারীদের। এই সমস্ত নিরাপত্তার’ খামতি মিটিয়ে ব্যাঙ্কে নিরাপত্তা খামতি মিটিয়ে ব্যাঙ্ক পরিষেবা স্বাভাবিক করার কথা বলা হয়েছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here