তামাক বিরোধী সচেতনা গান্ধী জয়ন্তী উপলক্ষ্যে

0
54

পিয়া গুপ্তা,উত্তর দিনাজপুরঃ

গান্ধীর জন্ম জয়ন্তী উপলক্ষ্যে আজ থেকে উত্তর দিনাজপুর জেলায় শুরু হল জাতীয় তামাক নিয়ন্ত্রন কর্মসূচী।তামাকজাত পদার্থের কুপ্রভাব সম্পর্কে সাধারন মানুষ থেকে যুবকদের সচেতন করতে এবং COPTA Act 2003 বলবৎ করতে এক পদযাত্রা করল উত্তর দিনাজপুর জেলা স্বাস্থ্য দফতর ও জেলা প্রশাসন।

নিজস্ব চিত্র

তামাক বিরোধী এই পদযাত্রায় শামিল হন রাজ্যেরমন্ত্রী গোলাম রব্বানি,উত্তর দিনাজপুর জেলাশাসক অরবিন্দ কুমার মীনা, জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক প্রকাশ মৃধা,রায়গঞ্জ পুরসভার চেয়ারম্যান সন্দীপ বিশ্বাস সহ জেলা প্রশাসনের আধিকারিকেরা। এছাড়াও আজকের পদযাত্রায় রায়গঞ্জ শহরের বেশ কয়েকটি স্কুলের ছাত্রছাত্রী, রায়গঞ্জ পুরসভার কর্মীরাও অংশগ্রহন করেন।জেলার পুলিশ প্রশাসনও এই তামাক বিরোধী পদযাত্রায় শামিল হয়।রায়গঞ্জ শিলিগুড়ি মোড় থেকে পদযাত্রা শুরু হয়ে তা শেষ হয় বিদ্রোহী মোড়ে।মিছিল শেষে তামাক নিয়ন্ত্রন কর্মসূচী উপলক্ষে এক গনস্বাক্ষর কর্মসূচী পালন করে মন্ত্রী, জেলাশাসকসহ অন্যান্য বিশিষ্ট ব্যাক্তিরা।

নিজস্ব চিত্র

স্বাক্ষর করেন রাজ্যের পঞ্চায়েত রাষ্ট্রমন্ত্রী গোলাম রব্বানি,উত্তর দিনাজপুর জেলাশাসক অরবিন্দ কুমার মীনা, জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক প্রকাশ মৃধা,রায়গঞ্জ পুরসভার চেয়ারম্যান সন্দীপ বিশ্বাসসহ অন্যান্যরা।

আরও পড়ুনঃ গান্ধী জন্মজয়ন্তীতে ক্যারিব্যাগ মুক্ত রায়গঞ্জের শপথ পৌরসভার

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here