নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ারঃ
আলিপুরদুয়ারকে তামাক মুক্ত জেলা ঘোষনা করল আলিপুরদুয়ার জেলা স্বাস্থ্য দপ্তর। ১ লা আগষ্ট থেকে এই জেলাকে তামাক মুক্ত জেলা ঘোষনা করা হয়েছে।
এ বিষয়ে তামাক বিরোধী কর্মসূচির নোডাল অফিসার ডাঃ সুবর্ন গোস্বামী বলেন, “ আগস্ট থেকে শিক্ষা প্রতিষ্ঠানের ১০০ মিটারের মধ্যে তামাকজাত দ্রব্য বিক্রি নিষিদ্ধ হয়েছে।
তেমনি আবার প্রকাশ্য স্থানে কেউ ধূমপান সহ তামাকজাত নেশা করলে তার সেখানেই জরিমানা করা হবে। সাথে এনটিসিপি অ্যাক্ট অনুসারে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থাও নেওয়া হবে।”
স্বাস্থ্য দপ্তর জানিয়েছে, শিক্ষা প্রতিষ্ঠানের ১০০ মিটারের মধ্যে যাতে তামাকজাত দ্রব্য বিক্রি না হয় তার জন কঠোর ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
আরও পড়ুনঃ তমলুকে বিশ্ব তামাকমুক্ত দিবস উপলক্ষ্যে বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন
আবার যারা প্রকাশ্যে স্থানে ধূমপান করবে তাদের স্পট ফাইনের নিয়মও চালু হচ্ছে। পাশাপাশি জেলার বিভিন্ন স্থানকে তামাকমুক্ত জোন হিসেবে চিহ্নিত করা হচ্ছে। এই কাজে পুলিশ প্রশাসন সাহায্য করছে বলে জানা গেছে।
সমগ্র বিষয়টি নজরদারির জন্য একটি বিশেষ দল গঠন করা হয়েছে।এই দলে স্বাস্থ্য দপ্তর পুলিশ বিভিন্ন দপ্তরের আধিকারিক সহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিদেরও রাখা হয়েছে বলে জেলা স্বাস্থ্য দপ্তর জানিয়েছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584