অদ্ভুত দর্শন কন্যা শিশুর জন্ম কালিয়াগঞ্জে

0
306

পিয়া গুপ্তা,উত্তর দিনাজপুরঃ

অদ্ভুত দর্শন কন্যা শিশুর জন্ম ঘিরে আলোড়ন কালিয়াগঞ্জের স্টেট জেনারেল হাসপাতালে।

kaliaganj hospital | newsfront.co
নিজস্ব চিত্র

সদ্যোজাত এই কন্যাকে দেখতে হাসপাতালে ভিড় জমায় সাধারন মানুষ। শিশুটির দেহ একটি হলে এক সাথে যুক্ত দুটি মাথা, চারটি চোখ, দুটি মুখ এবং দুটি নাক।

special child | newsfront.co
সদ্যোজাত।নিজস্ব চিত্র

হাসপাতাল সূত্রে জানা যায়, শুক্রবার রাতে প্রসব যন্ত্রনা নিয়ে কালিয়াগঞ্জের স্টেট জেনারেল হাসপালে ভর্তি হন দক্ষিন দিনাজপুর জেলার কুশমন্ডি থানার উদয়পুরের চৌসার বাসিন্দা সুভাষ চন্দ্র বর্মনের স্ত্রী সান্তনা বর্মন।
শনিবার বেলা ১১.৩০ নাগাদ হাসপাতালের চিকিৎসক ডঃ তন্ময় রায় তত্ত্বাবধানে কন্যা সন্তানের জন্ম দেন সান্তনা দেবী। শিশু কন্যার জন্মের পর দেখা যায় শিশুটি দেহ একটা হলেও এক সাথে যুক্ত দুটি মাথা এবং মুখমণ্ডল। বিষটি জানাজানি হতেই আলোড়ন ছড়ায় হাসপাতালে।

আরও পড়ুনঃ ভূ কম্পনে কাঁপল পশ্চিম মেদিনীপুর

Dr. Tanmay Roy | newsfront.co
ডাঃ তন্ময় রায়, চিকিৎসক।নিজস্ব চিত্র

এই বিষয়ে চিকিৎসক তন্ময় রায় জানান, এই ধরনে শিশু খুব কম জন্ম গ্রহন করে। জন্মগত সম্যসার কারনে এই ধরনে জন্ম গ্রহন করেছে। যাকে ডিপ্র সোপাস বেবি বলে। এই সব শিশুকে উন্নত চিকিৎসার জন্য বাইরে নিয়ে যেতে হবে। এই ধরনের শিশু জন্মের পরে পরেই মৃত্যু হয়।খুব বেশি শৈশব কাল পর্যন্ত বাঁচতে পারে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here