গোবরডাঙার ফায়ার ষ্টেশনের ইনচার্জের ডায়মন্ড হারবারের কোয়ার্টারে হানা অ্যান্টিকরাপশন টিমের

0
81

সিমা পুরকাইত, দক্ষিণ ২৪ পরগণাঃ

বনগাঁর গোবরডাঙা ফায়ার ষ্টেশনের ইনচার্জ দেবাশীষ হালদারের ডায়মন্ড হারবারের কোয়ার্টারে হানা দিলো অ্যান্টিকরাপশন টিম।সূত্রের খবর, বৃহস্পতিবার দুপুর ১১.৪০ নাগাদ ডায়মন্ড হারবার ফায়ার ষ্টেশনে দেবাশীষ হালদারের কোয়ার্টারে অ্যান্টিকরাপশন বিভাগের ডিএসপি পার্থ সান্যালের নেতৃত্বে একটি টিম হানা দেয়।

officer in charge | newsfront.co
নিজস্ব চিত্র

মূলত আর্থিক লেনদেনের অসঙ্গতির অভিযোগের জেরে এই তল্লাশি অভিযান বলে জানা গেছে। ঘটনায় দুপুর ১২ টা থেকে রাত ১০ টা পর্যন্ত দেবাশীষ হালদারের কোয়ার্টারে তল্লাশির পাশাপাশি দেবাশীষ হালদারকে ম্যারাথন জেরা করে অ্যান্টিকরাপশন টিম।

আরও পড়ুনঃ চাকরির নামে টাকা আত্মসাৎ, গ্রেফতার কলকাতা হাইকোর্টের মহিলা আইনজীবী

তবে ঘটনায় বেশ কিছু গুরুত্বপূর্ণ নথিপত্র, নগদ টাকা ও গহনা উদ্ধার হয়েছে বলে জানা গিয়েছে। অবশ্য এ বিষয়ে সংবাদ মাধ্যমের সামনে মুখ খোলেননি গোবরডাঙা ফায়ার ষ্টেশনের ইনচার্জ দেবাশীষ হালদার।
প্রসঙ্গত গত বছরের সেপ্টেম্বর মাসে ডায়মন্ড হারবার ফায়ার ষ্টেশনের ইনচার্জ থেকে স্থানান্তরিত করা হয় দেবাশীষ হালদারকে।

এরপর থেকে গোবরডাঙাতে দায়িত্বভার সামলালেও, তিনি থাকেন ডায়মন্ড হারবার ফায়ার ষ্টেশনের কোয়ার্টারে। সেখানেই হানা দেয় অ্যান্টিকরাপশন টিম।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here