সুদীপ পাল,বর্ধমানঃ
রাতের অন্ধকারে দুষ্কৃতীরা ভেঙে দিল ৩৩টি বিশ্বকর্মা মূর্তি। দুর্গাপুরের আড়া মোড়ের এই ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।
প্রতিমা শিল্পী দুই ভাই গৌতম পণ্ডিত ও চন্দন পণ্ডিত এখন মহা অতান্তরে পড়েছেন। তাঁরা বলছেন, আর কয়েকদিন পরেই বিশ্বকর্মা পুজো। ৮০টি বিশ্বকর্মা মূর্তির বরাত পেয়েছিলেন তাঁরা। কিন্তু সকালে কারখানা খুলতে এসে দেখেন ৩৩টি মূর্তি ভেঙে দেওয়া হয়েছে। আর্থিক ক্ষতির পরিমাণ প্রায় ৫০ হাজার টাকা বলে দাবি দুই শিল্পীর। এখন শিল্পীদের চিন্তা কিভাবে বরাত দেওয়া মূর্তি তুলে দেবেন ক্রেতাদের হাতে।
আরও পড়ুনঃ দলীয় কার্যালয়ে ঢুকে তৃণমূল অঞ্চল সভাপতিকে গুলি করে হত্যা
এখন তাই অন্য শিল্পীদের থেকে কিনে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছেন তাঁরা। বিধাননগর পুলিশ ফাঁড়িতে লিখিত অভিযোগ জানিয়েছেন দুই ভাই। পুলিশ তদন্ত শুরু করেছে।
নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584