পিয়ালী দাস,বীরভূমঃ
খয়রাশোলে দলের গোষ্ঠীদ্বন্দ্ব এড়াতে ব্লক সভাপতি নির্বাচনের বদলে নয় সদস্যের পর্যবেক্ষণ কমিটি গঠন করলেন তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল।পাশাপাশি,এই বৈঠক থেকেই খয়রাশোল ব্লকের সহ সভাপতিকেই গ্রেপ্তার করতে বললেন তিনি।এলাকার কয়লা খাদানগুলি কার দখলে থাকবে, এই নিয়ে খয়রাশোলে তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষ দীর্ঘদিন ধরে চলছে।সংঘর্ষে মৃত্যু হয়েছিল ব্লক সভাপতি অশোক ঘোষের।২১ অক্টোবর একইভাবে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয় তাঁর ভাই খয়রাশোলের ব্লক সভাপতি দীপক ঘোষের। কাঁকরতলায় বিস্ফোরণে উড়ে গিয়েছিল দীপক ঘোষের অনুগামীদের কার্যালয়।দুটি ঘটনায় নাম জড়ায় খয়রাশোল ব্লকের সহ সভাপতি উজ্জ্বল হক কাদেরির।আজ দলের জেলা কমিটির বৈঠক থেকে অনুব্রত মণ্ডল বলেন, “বিকাশ দা (জেলা সভাধিপতি) আছেন? উজ্জ্বল কাদেরিকে অ্যারেস্ট করতে বলুন।ওখানকার বোম মারার নায়ক উজ্জ্বল কাদেরি।”
নতুন ব্লক সভাপতির নাম ঘোষণার পরিবর্তে জেলা সভাধিপতি বিকাশ রায়চৌধুরিকে চেয়ারম্যান করে বিধায়ক নরেশচন্দ্র বাউড়ি সহ ন’জনের একটি পর্যবেক্ষণ কমিটি গঠন করা হয়। জেলা কমিটির বৈঠকে ছিলেন মন্ত্রী আশিস বন্দ্যোপাধ্যায়, চন্দ্রনাথ সিংহ, জেলার সহ সভাপতি অভিজিৎ সিংহ সহ অন্যরা।
বোলপুরে গীতাঞ্জলি প্রেক্ষাগৃহে জেলা কমিটির বৈঠকে বক্তব্য রাখতে গিয়ে BJP-কে কটাক্ষ করে অনুব্রত মণ্ডল বলেন, “এখন নাকি শুনছি ভিনরাজ্য থেকে লোক আনবে।ভিনরাজ্য থেকে লোক আনবে কোথায়? মা আমাদের জন্ম দিয়েছে হিজরা বলে নাকি? নাকি মেয়ে? চুরি পরে আছি? যে অন্য রাজ্য থেকে লোক আনবে মোকাবিলা করার দায়িত্ব আমার, আপনার। কীসের ভয়? কাকে ভয় করবেন?কাউকে ভয় করার দরকার নেই।”
১৯ নভেম্বর কলকাতায় তৃণমূলের ব্রিগেডে সমাবেশ।তা নিয়ে অনুব্রত মণ্ডল বলেন, “আবার বলছি পাচনের বাড়িতে সোজা করে দিন উর্বর জমি।কোথায় পড়ল দেখার দরকার নেই।পাচন দিলেই ঠিক হয়ে যাবে।” আসন্ন নবি দিবস প্রসঙ্গে অনুব্রত মণ্ডল বলেন, “নবি দিবস। বীরভূম জেলায় যেন শুনতে না পাই কোনও ঝামেলা হচ্ছে।সবার ধর্ম সমান।ওরা নবি দিবস পালন করুক, সহযোগিতা করবেন।”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584