অনুব্রতর প্রকাশ্য সভায় জলের বাড়ি বিধবা ভাতার দাবী

0
136

পিয়ালী দাস,বীরভূমঃ

anubrata announce the widow allowance claim
রাজনগরের সভায়।নিজস্ব চিত্র

রাজনগরে গ্রামে আজ সভা করেন অনুব্রত মণ্ডল।সেখানেই বিশ্ব হিন্দু পরিষদের সদস্য সাধ্বী সরস্বতীকে কড়া ভাষায় আক্রমণ করেন তিনি।কলকাতায় বিশ্ব হিন্দু পরিষদের সদস্য সাধ্বী সরস্বতী বলেন, “পশ্চিমবঙ্গের অবস্থা খুব খারাপ।এখানকার মেয়েদের ১০০০ টাকার শাড়ি কেনার দরকার নেই।একটা করে তরবারি কিনুন।” আজ এর উত্তরে অনুব্রত মণ্ডল বলেন, “এ আবার কোন সরস্বতী ? মানুষকে বলছেন তরবারি কিনুন।তাতে হিন্দু মরবে, মুসলিম মরবে।এখানে এসব চলবে না।এটা পশ্চিমবঙ্গ।পাঁচনের বাড়িতে তোমার তরবারি আমি ভেঙে দেব।”
সভা চলাকালীন কর্মীদের উদ্দেশ্যে অনুব্রতবাবু বলেন, “আপনারা কিছু চাইবেন না ?” সঙ্গে সঙ্গে সামনে থাকা মহিলা কর্মীরা চিৎকার করে অনুব্রত মণ্ডলকে বলেন,”কলে জল বের হয় না।মমতা বন্দ্যোপাধ্যায়ের দেওয়া বাড়ি আমরা পাই না। বিধবা ভাতার টাকা পাই না।” এই অভিযোগ শোনার পর ব্লক সভাপতি ও অঞ্চল প্রধানকে কর্মীদের সঙ্গে কথা বলার নির্দেশ দেন অনুব্রত মণ্ডল। পাশাপাশি অতিরিক্ত দু’হাজার বাড়ি করার ঘোষণা করেন।একইসঙ্গে আগামীকাল ১২টার মধ্যে গ্রামের খারাপ টিউবওয়েলগুলি মেরামতের নির্দেশও দেন।

আরও পড়ুন: গোয়ালতোড়ে বিজেপির বিরুদ্ধে আক্রমণাত্মক অভিষেক

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here