সুদীপ পাল,বর্ধমানঃ
২১ শে জুলাই গলসী ১ ব্লকের পারাজ স্টেশন মোড়ে জাতীয় সড়কে দুর্ঘটনা প্রান হারিয়ে ছিলেন দেলোয়ার সেখ (৫১) ও পিয়ারা বিবি সেখ (৪৭)। আক্রান্ত হয় নাতনী রাজকুমারী (৩)।নিহত দম্পতি দেলোয়ার সেখ ও পিয়ারা বিবি সেখের পুত্র সেখ সাদ্দাম হোসেনকে চাকরি দেবার আশ্বাস দিয়ে পরিবারের পাশে দাঁড়ালেন বীরভূম জেলা তৃনমুল কংগ্রেস সভাপতি অনুব্রত মন্ডল। সাদ্দামের বায়ডাটা নিয়ে তিনি বলেন, যেখানে জানানোর জানাবো। একটা কিছু ব্যবস্থা হয়ে যাবে। দুর্ঘটনার পর বিধায়ক অভয়ানন্দ থান্দার এসে ছিলেন আউসগ্রামের ২ নং ব্লকের রানীগঞ্জ গ্রামের বাড়িতে। তখন থেকেই শাসক দল পরিবারের পাশে রয়েছে বলে জানান তৃণমূল নেতৃত্ব।
উল্লেখ্য, জাতীয় সড়ক ধরে আসার সময় গলসির কোলকোল মোড়ের কাছে দুর্গাপুরের দিক থেকে আসা একটি বেপরোয়া চারচাকা গাড়ি তাঁদের বাইকের পিছনে ধাক্কা মারে। গাড়িটি বেপরোয়া গতিতে যাচ্ছিল এবং গাড়িটির চালক ও যাত্রীরা মদ্যপ অবস্থায় ছিল বলে অভিযোগ করেছিলেন স্থানীয়রা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584