করোনার হাত থেকে রেহাই পেতে তারাপীঠে মহাযজ্ঞের আয়োজন কেষ্টর

0
93

পিয়ালী দাস, বীরভূমঃ

করোনা সংক্রমণ থেকে ভারত এবং পশ্চিমবঙ্গকে মুক্ত করতে তারাপীঠে মহাযজ্ঞের আয়োজন করলেন বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল।

prayers for corona | newsfront.co
নিজস্ব চিত্র

বৃহস্পতিবার অন্যদিনের মত সাজো সাজো রব ছিলনা তারাপীঠ মন্দির চত্বরে। তবে সম্পূর্ণ সামাজিক দূরত্ব বজায় রেখে পুরোহিত অভয় চন্দ্র ভট্টাচার্য্য এই যজ্ঞের দায়িত্ব পালন করেন। তিনি বলেন যে মারণ সংক্রামণ রাজ্যের উপর প্রভাব ফেলেছে তার থেকে মুক্তি খুঁজতেই এই যজ্ঞের আয়োজন করেছেন বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল।

আরও পড়ুনঃ লকডাউনকে কেন্দ্র করে এলাকার দুঃস্থ পরিবারকে খাদ্য সামগ্রী বিলি তৃণমূলের

prasad | newsfront.co
নিজস্ব চিত্র

তিনি পরিস্কার নির্দেশ দিয়েছেন যজ্ঞের সময় মন্দির চত্বরে পুরোহিত ছাড়া যেন কেউ না থাকেন। এদিনের যজ্ঞে ১০৮ কেজি কাঠ, একুশ কিলো ঘি, দুটো বেনারসি সহ ২১ রকমের শাড়ি ব্যবহার করা হয়। বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল জানিয়েছেন, পূর্বেও বিভিন্ন রকম বিপদ থেকে মা তারা মানুষকে রক্ষা করেছেন।

corona prayers | newsfront.co
নিজস্ব চিত্র

আরও পড়ুনঃ করোনা মোকাবিলায় সাহায্যের হাত বাড়াল রায়গঞ্জ সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাংক

আমাদের বিশ্বাস করোনা সংক্রমণ থেকে মা তারা আবারো রাজ্যকে সুরক্ষিত করবে। পাশাপাশি আজকের এই মহাযজ্ঞ দিয়ে মায়ের কাছে আবেদন করেছি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের সুস্থতা।

কারণ উনি সেনাপতির মতো রাস্তায় নেমে করোনা সংক্রমণ থেকে মানুষকে বাঁচাতে যেভাবে লড়াই করছেন তাতে ওনার সুস্থ থাকাটা রাজ্য বাসীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয়। সন্তানের মত তিনি গোটা রাজ্যকে আগলে রেখেছেন। যজ্ঞের স্থানে রাখা হয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবিও।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here