পত্রসায়রে নির্বাচনী জনসভায় ‘ভয়ঙ্কর’ খেলার হুঁশিয়ারি অনুব্রতর

0
74

নিজস্ব সংবাদদাতা, বাঁকুড়াঃ

ভয়ঙ্কর খেলা হবে বাঁকুড়ার পাত্রসায়রে এসে হুঁশিয়ারি অনুব্রত মন্ডলের। নির্বাচনী নির্ঘণ্ট বেজে গিয়েছে বিভিন্ন রাজনৈতিক দলগুলি ইতিমধ্যেই প্রার্থী তালিকা ঘোষণা করেছেন জোরকদমে চলছে নির্বাচনী প্রচার।

Anubrata Mandal | newsfront.co
নিজস্ব চিত্র

বুধবার বাঁকুড়া জেলার পাত্রসায়রে তৃণমূল কংগ্রেসের এক জনসভায় অংশ নিয়ে ভয়ঙ্কর খেলা হবে হুঁশিয়ারি দিলেন বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। এদিন তিনি মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে বলেন, ভয়ঙ্কর খেলা হবে এই মাটিতেই খেলা হবে বাড়িতে বাড়িতে খেলা হবে। পিছু হটবো না উইনার আমরাই হবো, বিজেপি তুমি জিতবে না মাঠ ছেড়ে চলে যাবে চ্যালেঞ্জ করছি খেলা হবে।

Anubrata Mondol | newsfront.co
নিজস্ব চিত্র

আরও পড়ুনঃ দিদিকে ভাঙা পায়ে দেখে মঞ্চেই কেঁদে ফেললেন ভাই দুলাল

মা-বোনেদের বলছি ওরা টাকা দেবে ওদের বাবার টাকা নয়, টাকা নিয়ে নেবেন আর ভোট দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়কে। এনআরসির বিরুদ্ধে সুর চরিয়ে তিনি বলেন শরীরে যতক্ষণ রক্ত আছে বাংলায় এনআরসি আমরা করতে দেব না।

আরও পড়ুনঃ আধার লিঙ্ক না থাকায় ৩ কোটি রেশন কার্ড বাতিল? জবাব চাইল সুপ্রিম কোর্ট

পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ফের তিনি বলেন, ভয়ঙ্কর খেলা হবে এই মাটিতেই খেলা হবে আমরা আরও খেলা জানি। সাংবাদিকরা কেমন খেলা হবে প্রশ্ন করলে তার উত্তরে বলেন ভালো খেলা হবে ৯৮ সাল থেকে আমরা খেলে আসছি এবং খেলে খেলে উইনার হয়ে আসছি ।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here