সুদীপ পাল, বর্ধমানঃ
তৃণমূল কংগ্রেস নেতা অনুব্রত মণ্ডল এনআরসি নিয়ে ফের সরব হলেন। আউসগ্রামের দ্বারিয়াপুরে ডোকরা শিল্পীদের এক অনুষ্ঠানে যোগ দিতে এসে অনুব্রত বলেন, ‘আমরা এনআরসি মানি না। এনআরসি নিয়ে কেউ ভয় পাবেন না। মমতা বন্দ্যোপাধ্যায় যতদিন বেঁচে থাকবেন আপনাদেরকে সরানোর ক্ষমতা কারও নেই।’
অনুব্রত মণ্ডল এই এলাকার দলীয় পর্যবেক্ষক হওয়ার পাশাপাশি পশ্চিমবঙ্গ রাজ্য গ্রামীণ উন্নয়ন পর্ষদের চেয়ারম্যানও। দ্বারিয়াপুরে ডোকরা শিল্পীদের জীবনযাত্রার মান উন্নয়ন এবং পর্যটন মানচিত্রে তুলে ধরতে প্রায় ৫০ লক্ষ টাকা ব্যয়ে নতুন করে সাজিয়ে তোলা হয়েছে।
আরও পড়ুনঃ জলঙ্গীতে এনআরসি বিরোধী সভায় অধীর
অনুব্রত বলেন, ‘শিল্পীদের পাশে রাজ্য সরকার রয়েছে।’ দ্বারিয়াপুরের এই ডোকরাপাড়ায় প্রায় ৬২ পরিবার থাকেন। প্রাচীন শিল্পের সঙ্গে যুক্ত তাঁরা সকলেই। ডোকরাপাড়ার প্রদর্শনী ও প্রশিক্ষণ কেন্দ্রের সামনে তৈরি করা হয়েছে একটি সুদৃশ্য তোরণ, বসানো হয়েছে ডোকরা মূর্তির আদলে বিভিন্ন স্ট্যাচু।
বোলপুর লোকসভা কেন্দ্রের সাংসদ অসিত মাল, প্রশাসনের অন্যান্য আধিকারিকরা উপস্থিত ছিলেন এ দিন অনুষ্ঠানে। “ডোকরা শিল্পীদের উন্নয়নের জন্য আমরা যথাসাধ্য চেষ্টা চালিয়ে যাব” বলেও আশ্বাস দেন অনুব্রত।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584