পিয়ালী দাস, বীরভূমঃ
রেশনের জন্য বরাদ্দ কেন্দ্রীয় সরকারের পাঠানো চাল নিয়ে ক্ষুব্দ বীরভূম জেলা তৃণমূলের সভাপতি অনুব্রত মণ্ডল। শনিবার তিনি সাংবাদিক বৈঠকে জানান,গরিব মানুষকে দু বছরের পুরনো চাল দিচ্ছে কেন্দ্রীয় সরকার।এমনকি বিষয়টি নিয়ে বীরভূম জেলা শাসককে ইতিমধ্যে অভিযোগ জানানো হয়েছে।
এহেন অভিযোগ পাওয়ার পরে জেলাশাসক এফ.সি.আই এর আধিকারিককে ডেকে পাঠান। এমনকি এফ.সি.আই এর আধিকারিক স্বীকার করে নেন ছত্রিশগড় বিলাসপুর থেকে দু বছরের পুরনো চাল পাঠানো হয়েছে রাজ্যে।
আরও পড়ুনঃ সীমান্তের কাঁটাতারের বেড়ার ওপাড়ের গ্রামবাসীদের খাদ্য সামগ্রী বিতরন উত্তর দিনাজপুরে
আর এর পরেই এফ.সি.আই এর গোডাউনে জেলা প্রশাসনের দুই আধিকারিকের তত্ত্বাবধানে, নতুন করে ভালো চাল সংগ্রহের জন্য নির্দেশ দিয়েছে বীরভূম জেলার জেলাশাসক মৌমিতা গোদারা বাসু।এর পাশাপাশি ‘বাঁদর’ ও ‘টেকো’ বলে দুই বিজেপি নেতা রাহুল সিনহা ও সায়ন্তন বসুকে কটাক্ষ করেন সভাপতি অনুব্রত মণ্ডল।
এছাড়াও তিনি বলেন, “টিভিতে মুখ না দেখিয়ে রাজ্য সরকারের চাল ও কেন্দ্রীয় সরকারের চালের ফারাকটা বুঝুন”। এরপর তিনি রাজ্যপালের উদ্দেশ্যেও বলেন,” বুড়ো বয়সে ভীমরতি হয়েছে, হাসপাতালে চিকিৎসা করুক”।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584