পিয়ালী দাস, বীরভূমঃ
খেলা হবে, বিধানসভা নির্বাচনে ভয়ঙ্কর খেলা হবে, কোথাও হাডুডু, কোথাও কবাডি,আবার কোথাও ফুটবল। আজ অস্ট্রেলিয়াকে হারিয়ে ভারত জিতেছে তাই যুবকরা ক্রিকেট খেলতে পারে। গ্রামের সব রকম খেলা হবে।
খেলতে খেলতে কারও হাত পা ভাঙতে পারে, তাই ভাবনা-চিন্তা করে প্রকারান্তরে বিজেপিকে মাঠে খেলতে নামার পরামর্শ দিলেন বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল।
মঙ্গলবার জনসভা থেকে বক্তব্য রাখতে গিয়ে দোর্দণ্ডপ্রতাপ তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল বলেন,”আর দুমাস পর এই বাংলায় বিধানসভা নির্বাচন। বিজেপি বলছে বাংলা কে সোনার বাংলা করে দেবে। এতই যদি সোনার বাংলা করার ইচ্ছা তাহলে গুজরাট,উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, বিহার, মহারাষ্ট্রকে সোনার করে তুলতে পারেনি কেন৷ কারণ ওরা বেচারাম সরকার। তৈরী করা জিনিস বিজেপি বিক্রি করে দেয়।”
আরও পড়ুনঃ কোচবিহারে জেলা কমিটি গঠন করেই প্রার্থী দেওয়ার কথা ঘোষণা শিবসেনার
তিনি আরো বলেন,”গতকাল গুজরাটের রাত্রিবেলায় ১৩ জন শ্রমিককে একটি ট্রাক চাপা দিয়ে মেরে ফেলে। তাহলে বিজেপি নেতারা দাবি করছে গুজরাট কে সোনায় মুড়ে ফেলেছে, সোনায় মোড়া রাজ্যে কখনও শ্রমিকরা রাতের বেলায় রাস্তায় খোলা আকাশের নিচে কি ঘুমায়? এই ঘটনা চোখে আঙ্গুল দিয়ে প্রমাণ করছে গুজরাটের মানুষ গরীব তারা কোনো সরকারি সাহায্য পায় না তাই রাত্রিবেলায় ঠান্ডার মধ্যে রাস্তায় ঘুমায়।
বিজেপি একটা মিথ্যাবাদীর দল। সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় সব জায়গায় পৌঁছে যান। বিপদে বাড়ির মেয়ের মতো দাঁড়িয়ে পরে সাহায্য করেন।”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584