পিয়ালী দাস, বীরভূমঃ
আজ ভালো দিন, বৃহস্পতিবার মা এর জন্মবার তার উপর আবার পয়লা পৌষ এমন দিন বহু বছর পর এল। তাই এই পূর্ণ তিথিতে দলের মঙ্গল চেয়ে তারাপীঠে মা তারার কাছে পুজো দিলেন অনুব্রত মণ্ডল। পরনে ছিল হলুদ পাঞ্জাবি ও সাদা পাজামা।
লোকসভার পর এবার বিধানসভা নির্বাচন, মা এর কাছে ২২০ টি আসন চান অনুব্রত মণ্ডল। লোকসভায় মা তার কথা রাখেননি এবার কি হবে? উত্তরে তিনি বলেন, মা যা দেবেন তাই নেবো। মুখ্যমন্ত্রী বুধবার উত্তরবঙ্গে দাবি করেন, অনুব্রত কে দিল্লি থেকে ফোন করেছিল বিজেপিতে যোগদানের জন্য! এই প্রশ্নের উত্তর তিনি স্পষ্ট দেননি। তিনি বলেন “মুখ্যমন্ত্রী যা বলেছেন তার বাইরে আমি কিছু বলবো না, তিনি শেষ কথা।” শুভেন্দু অধিকারীর দলবদলের খবর ভুয়া খবর বলেই তার দাবি।
আরও পড়ুনঃ হলদিয়া বন্দরের শ্রমিক ভবন থেকে সরিয়ে নেওয়া হল শুভেন্দু অধিকারীর ছবি
এদিন তার সঙ্গে তারাপীঠে মায়ের পুজো দিতে গিয়েছিলেন বীরভূম জেলা পরিষদের মেন্টর অভিজিৎ সিংহ ও রামপুরহাট ২ নম্বর ব্লকের সভাপতি সুকুমার মুখোপাধ্যায়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584