হাজিরার বদলে হাসপাতালে, সিবিআই দপ্তর নয় এসএসকেএম হাসপাতালে ‘অসুস্থ’ অনুব্রত

0
71

নিজস্ব প্রতিবেদন, নিউজ ফ্রন্টঃ

কোর্টের রক্ষা কবচ ছাড়া অনুব্রত কি সত্যিই সিবিআই-এর মুখোমুখি হবেন? জল্পনা ছিলই এনিয়ে। এবার সেই জল্পনা সত্যি করে এসএসকেএম হাসপাতালের উডবার্ন ওয়ার্ডে ফের নাটকীয় ভাবে ভর্তি হলেন বীরভূম জেলার তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল।

anubrata mondal went to sskm instead of nizam palace
অনুব্রত মণ্ডল

 

সকাল বেলা নিজাম প্যালেসের উদ্দেশ্যে যাত্রা করেও আচমকা গাড়ি ঘুরিয়ে অনুব্রত মণ্ডল চলে গেলেন এসএসকেএম হাসপাতালের উডবার্ন ব্লকে। জানা গিয়েছে,কেষ্ট মণ্ডলকে গরুপাচার কান্ডে জেরার জন্য পূর্ণ প্রস্তুতি নিয়ে রেখেছিলেন তদন্তকারীরা। শুধু তাই নয়,  সকালে নিজাম প্যালেসে পৌঁছে যান সিবিআই-এর জয়েন্ট ডিরেক্টর পঙ্কজ শ্রীবাস্তব।

আরও পড়ুনঃ রাজনৈতিক দলকে দেওয়া কর্পোরেট সংস্থার অনুদান বেড়ে ১০৯%, প্রাপ্তির তালিকায় শীর্ষে বিজেপি

তবে আগের ৪ বারের মতই এবারও সিবিআই জেরা এড়িয়ে গেলেন তিনি। ‘আচমকা অসুস্থ’ অনুব্রত হাসপাতালে ভর্তি হলেন কেষ্ট। উল্লেখ্য, এমার্জেন্সি বা ওপিডি নয় সরাসরি সুপার স্পেশালিটি হাসপাতাল এসএসকেএম-এর ভিভিআইপি ব্লক উডবার্ন ব্লকে চলে গেলেন তিনি। অন্যদিকে কড়া কেন্দ্রীয় নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে নিজাম প্যালেস চত্বর। সংবাদ মাধ্যম সূত্রে জানা গিয়েছে সিবিআই দল রওনা হয়েছে এসএসকেএম হাসপাতালের উদ্দেশ্যে। এখন কি কি ব্যবস্থা নেয় সিবিআই সেদিকেই নজর সকলের।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here