‘মিট অ্যাপে’ সারা ফেলেছে ক্ষুদে অনুব্রত

0
444

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ারঃ

ভারতে গুগল প্লে স্টোর থেকে উড়েছে টিকটক। এর পাশাপাশি বেশ কয়েকটি অ্যাপ্লিকেশনকে নিষিদ্ধ করা হয়েছে আমাদের দেশে। এরই মাঝে উত্তরবঙ্গের এক কিশোর তার তৈরি অ্যাপ্লিকেশন গুগল প্লে স্টোরে ইনডেক্স করে নিয়েছে। গুগল থেকে এক কথায় স্বীকৃতি পেয়ে গিয়েছে।

anubroto | newsfront.co
অনুব্রত সরকার। নিজস্ব চিত্র

আলিপুরদুয়ারের ওই দশ বছরের কিশোরের নাম অনুব্রত সরকার(১০)। সে এর আগে দাদাগিরির মঞ্চে উঠে সকলের মন জয় করেছিল। সেই কিশোর এখন সকলের নয়নের মনি হয়ে উঠেছে। জানা গিয়েছে, ইতিমধ্যেই অনুব্রত প্রায় দশটি বিভিন্ন ধরনের অ্যাপ তৈরি করেছে।

এর মধ্যে সবচেয়ে জনপ্রিয় হয়েছে মিট অ্যাপ। একেবারে হোয়াটসঅ্যাপের আদলে তৈরি এই অ্যাপ ব্যবহার করে সাধারণ মানুষ এসএমএস করার পাশাপাশি ভিডিও কল,ভয়েস রেকর্ড সহ বিভিন্ন ধরনের কাজ করতে পারছে।

আরও পড়ুনঃ প্রয়াণ দিবসে স্বামীজীকে শ্রদ্ধা জ্ঞাপন শিক্ষকের

জানাযায়, পেশায় হাই স্কুল শিক্ষক বাবা, মাও একজন শিক্ষিকা। অনুব্রত আলিপুরদুয়ার শহরের একটি ইংরেজি মাধ্যম স্কুলের পঞ্চম শ্রেণীর পড়ুয়া। মাত্র পাঁচ বছর বয়স থেকে অনুব্রত কম্পিউটারে যেমন পারদর্শী তেমনি পড়াশোনাতেও ভালো। অ্যাপ তৈরির বিষয়ে পঞ্চম শ্রেণীর পড়ুয়া অনুব্রত জানায়, নতুন কিছু তৈরি করার আগ্রহ নিয়েই সে বানিয়ে ফেলেছে অ্যাপ্লিকেশনটি।

সে কয়েকটি গেমিং অ্যাপ্লিকেশন বানানোর পাশাপাশি একটি “মিট” নামে অ্যাপ্লিকেশন বানিয়েছে। তবে সে জানিয়েছে, এই অ্যাপ্লিকেশন চিনে কাজ করবে না। সে সার্ভারের সিকিউরিটি সেটিং ওভাবেই তৈরি করেছে। তার এই প্রতিভার কারণে ইতিমধ্যে সকলেই খুব গর্বিত। তার নাম বিশ্বের দরবারে যাওয়ার কারণে গোটা আলিপুরদুয়ারবাসী খুবই গর্বিত।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here