সরানো হলো রাজীব কুমারকে, কলকাতা পুলিশের নতুন কর্তা অনুজ শর্মা

0
142

নিজস্ব সংবাদদাতা,কলকাতাঃ

সারদা কেলেঙ্কারিতে অভিযুক্ত থাকা ও সিবিআই জিজ্ঞাসাবাদ নিয়ে বিতর্কের কেন্দ্রে থাকা রাজীব কুমারের জায়গায় আজ কলকাতার পুলিশ কমিশনার পদে অভিষিক্ত হলেন  অনুজ শর্মা।

গত ১৬ ই জানুয়ারি জাতীয় নির্বাচন কমিশন এক নির্দেশিকায় জানায় যে নির্বাচনের কাজে যুক্ত কোনও অফিসার যদি নিজের জেলায় কর্মরত থাকেন বা যে কোনও জায়গায় যদি একজন অফিসারের ৪ বছর অথবা ৩১শে মে, ২০১৯ এর মধ্যে ৩ বছর পূর্ণ হয় তাহলে তাঁকেও সরাতে হবে। কলকাতা পুলিশ কমিশনার পদে রাজীব কুমারের ৩ বছর পূর্ণ হওয়ার তাঁকে বদলি করা হয়। সেই নির্দেশিকা অনুযায়ী এই বদলি প্রক্রিয়ার শেষ সময় প্রথমে ২৮ শে ফেব্রুয়ারি থাকলেও, পরে আবার তা ২০ই ফেব্রুয়ারি করা হয়। তাই আগামীকাল সেই শেষ সময়সীমা শেষ হওয়ার একদিন আগেই তাকে কলকাতা পুলিশের কমিশনার পদ থেকে সরিয়ে এডিজি আইন শৃঙ্খলার দায়িত্বে থাকা অনুজ শর্মাকে আনা হলো।একই সঙ্গে রাজীব কুমারকে সিআইডির এডিজি পদে স্থানান্তরিত করা হল।

বদলির নির্দেশ

উল্লেখ্য, আগামীকালই সুপ্রীম কোর্টে সারদা কেলেঙ্কারিতে   রাজীব কুমারের যুক্ত থাকা নিয়ে সিবিআইয়ের করা মামলার শুনানি আছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here