নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ
মাইকেল মধুসূদন দত্ত’র সঙ্গে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বন্ধুত্বের কথা জানান দেয় ইতিহাস। ব্যারিস্টারি পড়তে মধুসূদন যখন বিদেশে তখন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয় নানাভাবে অর্থসাহায্য করতেন কবিকে। লেখাপড়ার পাশাপাশি অমিত্রাক্ষর ছন্দ নিয়ে মেতে থাকতেন মাইকেল।
সবাই যখন মাইকেলের থেকে মুখ সরিয়ে নেয় একমাত্র পাশে ছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। বন্ধুর দিকে আর্থিক সাহায্যের হাত বাড়িয়ে দেন সর্বতোভাবে। পরে অবশ্য মাইকেল বন্ধুর টাকা শোধ করেন জমি-বাড়ি বিক্রি করে। কিন্তু আজকের দিনে এমন বন্ধু এবং বন্ধুত্ব বিরল।
দুজনের অভিন্নহৃদয় বন্ধুত্বকে এবার গানে বাঁধলেন অনুপম রায়। অনুপম লিখলেন ‘মাইকেল-বিদ্যাসাগর সংবাদ’। দুই বন্ধুর তিনটি চিঠির কথোপকথন এই গানের রসদ। গানটিতে সুরও দিয়েছেন অমুপম রায়। অনুপমের সঙ্গে মিউজিক ভিডিওতে গানটি গাইলেন অনির্বাণ ভট্টাচার্য। অনির্বাণকে দেখা যাবে বিদ্যাসাগরের ভূমিকায়। আর অনুপম হলেন অমিত্রাক্ষর ছন্দের মধু কবি।
আরও পড়ুনঃ লেখাপড়ার সঙ্গে অভিনয়ের বিরোধ নেইঃ ঊষসী
অনির্বাণের সঙ্গীত প্রতিভা এর আগেও সামনে এসেছে সকলের। ‘শাহজাহান রেজেন্সি’তে ‘কিচ্ছু চাইনি আমি..’ গানটি গেয়ে সকলকে তাক লাগিয়ে দিয়েছিলেন তিনি। মঞ্চ অভিনেতা হওয়ার সুবাদে মঞ্চেও গান গেয়েছেন তিনি। ‘মাইকেল-বিদ্যাসাগর সংবাদ’-এর ভিডিও ভাবনাতে অনির্বাণ ভট্টাচার্য।
প্রসঙ্গত, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ২০০ তম জন্মবার্ষিকী উপলক্ষে এস ভি এফ মিউজিক থেকে এই গানটি রিলিজ করল ২৬ সেপ্টেম্বর।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584