পামেলা কাণ্ডে নোটিস বিজেপি নেতা অনুপম, শঙ্কুদেবকে

0
99

উজ্জ্বল দত্ত, কলকাতাঃ

পামেলা কাণ্ডে কলকাতা পুলিশের নোটিস গেল বিজেপি কেন্দ্রীয় সম্পাদক অনুপম হাজরা, ও কলকাতা জোনের সহ পর্যবেক্ষক শঙ্কুদেব পণ্ডার কাছে। তাঁদের জিজ্ঞাসাবাদের জন্য নোটিস দিয়েছে কলকাতা পুলিসের গোয়েন্দা বিভাগ।

pamela,anupam and shankudeb | newsfront.co
কোলাজ চিত্র

লালবাজার সূত্রে খবর, অনুপম হাজরা এবং শঙ্কুদেবকে জিজ্ঞাসা করে বেশ কিছু তথ্য মিলতে পারে।এবিষয়ে অনুপম হাজরা জানান, “আমি এখনও কোনও নোটিস পাইনি। কখন পাঠানো হয়েছে জানি না। কেউ তাঁর ব্যক্তিগত জীবনে কী করছে সেটা দলের দেখার কথা নয়, পামেলা এর আগে আমার বিরুদ্ধে কোনও অভিযোগ করেনি। তৃণমূল যদি ভাবে সব বিষয়কেই নোংরা রাজনীতিতে জড়ানো হবে তা একেবারেই ভুল।“

আরও পড়ুনঃ নিমতিতা স্টেশনে বোমা হামলায় ধৃতকে আদালতে পেশ

পরে তিনি আরও জানান, “দেশে আইন শৃঙ্খলার ওপর ভরসা রয়েছে। নোটিস পেলে সঠিক সময়ে সঠিক উত্তর দেব।“ এরপর শঙ্কদেব পণ্ডার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তাঁকে ফোনে পাওয়া যায়নি।পামেলাকাণ্ডে এর আগেই গ্রেফতার করা হয় রাকেশ সিং-কে। বৃহস্পতিবার সন্ধ্যায় ফের বিজেপি নেতা রাকেশ সিংয়ের বাড়িতে তল্লাশি চালাল কলকাতা পুলিশ। প্রায় প্যারালাল মিনিট ধরে তল্লাশি চালানো হয়।

লালবাজারের তরফে গোয়েন্দারা এদিন সেই বাড়িতে তল্লাশি চালাতে গেলে বচসা বাঁধে রাকেশ সিংয়ের বড় ছেলের সঙ্গে। এদিনও পুলিশকে ঢুকতে বাধা দেয় রাকেশের বড় ছেলে। প্রসঙ্গত, কোকেন কাণ্ডে ধৃত বিজেপি যুব মহিলা মোর্চা নেত্রী পামেলা গোস্বামী শুক্রবারও দাবি করেছেন যে রাকেশ সিংয়ের ছেলেও ষড়যন্ত্রে জড়িত আছে।

আরও পড়ুনঃ বিধানসভা ভোটের আগেই নস্যশেখ পর্ষদ গঠন মমতার, কোচবিহারে মিষ্টি মুখ সদস্যদের

একইসঙ্গে এদিন তিনি রাকেশ সিংয়ের বিরুদ্ধে আরও বিস্ফোরক অভিযোগ করেছেন। আদলত চত্বরে দাঁড়িয়েই পামেলা গোস্বামী অভিযোগ করেন, ‘ঘনিষ্ঠতা’য় বাধা দেওয়ায় তাঁকে শারীরিক নিগ্রহ পর্যন্ত করেন রাকেশ সিং।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here