বঙ্গ বিজেপির নির্বাচন ম্যানেজমেন্টে গুরুত্ব অনুপমকে

0
53

নিজস্ব সংবাদদাতা, কলকাতাঃ

বাংলায় ২০২১ নির্বাচনের কারণে স্টেট ইলেকশন ম্যানেজমেন্ট টিমের অধীনে ৩০টি কমিটি গঠন করেছে রাজ্য বিজেপি। নির্বাচনী ইস্তেহার, নির্বাচনী ইস্যু, সোশ্যাল মিডিয়া, বুথ ম্যানেজমেন্ট, আইনি ক্ষেত্র, পথসভা, বড় সভা, মোর্চাগুলির কার্যক্রম এরকম বিভিন্ন বিষয়ে কাজ করবে এই কমিটিগুলি। কেন্দ্রীয় নেতৃত্ব, রাজ্য সাধারণ সম্পাদক, সাংসদ সহ সর্বস্তরের নেতৃত্বদের রাখা হয়েছে কমিটিগুলিতে।

bjp leaders | newsfront.co
কৈলাশ বিজয়বর্গীয় মুকুল রায়ের সঙ্গে অনুপম হাজরা। ফাইল চিত্র

বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়েছে ইস্তেহার কমিটিতে, ইস্তেহার কমিটির ইনচার্জ করা হয়েছে দলের কেন্দ্রীয় সম্পাদক অনুপম হাজরাকে। সহকারী হিসেবে দায়িত্বে রয়েছেন বাঁকুড়ার বিজেপি সাংসদ ডাঃ সুভাষ সরকার। কমিটিতে উল্লেখযোগ্যদের মধ্যে রয়েছেন সাংসদ স্বপন দাশগুপ্ত, রন্তিদেব সেনগুপ্ত, মোহিত রায়। নির্বাচনী লড়াইতে ইস্তেহার প্রকাশ খুবই গুরুত্বপূর্ণ বিষয়। ইস্তেহারের বিষয়বস্তু নির্ধারণের দায়িত্ব পালন করবে এই কমিটি।

বুথ ম্যানেজমেন্টের জন্য ১০ জনের কমিটি ঘোষণা করা হয়েছে, ইনচার্জ, দলের রাজ্য সহ-সভাপতি বিশ্বপ্রিয় রায়চৌধুরী। এছাড়া প্রশাসনিক কমিটির ইনচার্জ করা হয়েছে বিধায়ক সব্যসাচী দত্তকে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তথা দলের প্রাক্তন সর্বভারতীয় সভাপতি অমিত শাহ সম্প্রতি বাংলা সফরে এসেছিলেন।

আরও পড়ুনঃ রাজ্যে পুলিশের সম্মান ফেরানোর প্রতিশ্রুতি দিলীপের

তিনি সামাজিক ক্ষেত্রের উপর বিশেষ গুরুত্ব দেওয়ার কথা বলেছেন। বাঁকুড়ায় গিয়ে আদিবাসী সম্প্রদায়ের বাড়িতে দুপুরের আহার সেরেছেন। সামাজিক সমূহ বিষয়ে বিশেষ বৈঠকও করেছেন তিনি।

বিজেপির লক্ষ্য তপসিলি জাতি, উপজাতি ও পিছিয়ে পড়া ক্ষেত্রের মানুষের প্রায় ৪০ শতাংশ ভোট। নির্বাচনকে নিশানা করে সামাজিক ও ধার্মিক বিষয়ে ৮ জনের নাম ঘোষণা করেছে দল। এই কমিটিতেও ইনচার্জ প্রাক্তন সাংসদ অনুপম হাজরা। রাজনৈতিক ইস্যু নিয়ে গঠিত কমিটির ইনচার্জ করা হয়েছে রাজ্য সহসভাপতি জয়প্রকাশ মজুমদারকে।

আরও পড়ুনঃ আমফান মামলায় রাজ্যের বিরুদ্ধে তদন্তের নির্দেশ পুনর্বিবেচনার আর্জি খারিজ হাইকোর্টের

লকেট চট্টোপাধ্যায়কে বড় র্যা লির ইনচার্জ করা হয়েছে। সাংসদ জগন্নাথ সরকার, সাংসদ শান্তনু ঠাকুর, রাজ্য সাধারণ সম্পাদক সায়ন্তন বসু, সঞ্জয় সিং, ভারতী ঘোষদের দেওয়া হয়েছে অন্যান্য দায়িত্ব। সাংগঠনিক ভাবে ইলেকশন ম্যানেজমেন্ট টিম গঠন করে জোর কদমে কাজ শুরু করে দিয়েছে রাজ্য বিজেপি।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here