নিজস্ব সংবাদদাতা, বিনোদন ডেস্কঃ
দীর্ঘ ৬ বছরের বৈবাহিক সম্পর্কে ইতি টানলেন অনুপম ও পিয়া। দীর্ঘদিনের আলাপ অনুপম ও পিয়ার। প্রথমে বন্ধুত্ব তারপর প্রেম। ৬ ডিসেম্বর, ২০১৫ প্রেম সম্পূর্ণতা পায় বিয়েতে। আজ সেই সম্পর্কে নিজেদের আলাদা ভাবে চলার কথা জানালেন অনুপম রায়। অনুপমের এটি দ্বিতীয় বিবাহ বিচ্ছেদ। টুইটারে অনুপম লিখেছেন, “আমরা, অনুপম ও পিয়া দুজনে মিলে বিবাহ বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছি। তবে বন্ধু হিসেবে থাকব আমরা।”

বিবৃতিতে অনুপম লিখেছেন, “আমাদের বৈবাহিক যাত্রা ছিল নানা অভিজ্ঞতা আর সুন্দর স্মৃতিতে ভরা। যদিও কিছু মতপার্থক্যর কারণে ভেবেছি স্বামী-স্ত্রী হিসেবে আমাদের ভিন্ন হয়ে যাওয়াই ভালো। তবে আমরা ভালো বন্ধু ছিলাম তেমনই থাকব সব সময়।”
— Anupam Roy (@aroyfloyd) November 11, 2021
সবাইকে ধন্যবাদ জানিয়ে টুইটারে অনুপম লিখেছেন, “আমরা অনুরোধ করব যারা জীবনে নানা ভাবে সাহায্য করেছেন, আমাদের সামনের দিকে এগিয়ে যেতে। চাইব ভবিষ্যতেও আমাদের এই সিদ্ধান্তে আপনারা সকলে পাশে থাকবেন। আমাদের এই নতুন সম্পর্ককে সকলেই সম্মানের সহিত দেখবেন। “
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584