সীমা পুরকাইত,দক্ষিন ২৪ পরগনাঃ
আজ যাদবপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অনুপম হাজরা রাজপুরের বিপত্তারিনী মন্দিরে পূজা দিয়ে প্রচার শুরু করলেন।পুজো দিতে এসে তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানালেন যে,এখানে যে জঙ্গলের রাজত্ব চলছে সেটাকে মুক্ত করা,বিজেপির যে উন্নয়ন কার্য চলছে সেটা রাজ্যের প্রতিটি মানুষের কাছে যাতে পৌঁছে যায়,যেভাবে মোদীজী বিভিন্ন প্রকল্প প্রণয়ন করেছেন তা পশ্চিমবঙ্গের গ্রামের মানুষের কাছে পৌঁছায়নি,মানুষকে যেন আর বঞ্চনার শিকার না হতে হয়।
তাই দেবীর কাছে প্রার্থনা করলাম।একই সাথে তিনি বলেন,আপনারা জানেন ২০১৯ এ বিজেপির যে প্রভাব রয়েছে তাতে কোনো সন্দেহ নেই বিজেপি আসছেই। কেন্দ্রীয় নেতৃত্ব চায় প্রত্যেকটা কেন্দ্র যাতে বিজেপি দখল করে রাখে তা দেখার।
আরও পড়ুনঃ অব্যাহত ঝান্ডা বদল,তৃণমূল-সিপিএম থেকে বিজেপিতে যোগ
মানুষ কে এটাই আশা দেবো গত পঁয়ত্রিশ বছরে বাম রাজত্বে যে ভোগান্তি হয়েছে এবং গত আট বছরে তৃণমূল যে ভাবে দুর্নীতি,তোলাবাজি করেছে সেই পরিস্থিতির কথা ভেবে মানুষকে রক্ষা করতে এবং পশ্চিমবঙ্গে স্বাধীনভাবে বাঁচতে ও বাক স্বাধীনতা থাকে রক্ষা করতে বিজেপিকে ভোট দেয়।সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন,রাহুল গাঁধী অনেক সময় ভুলভাল বকেন।
এমনকি রাহুল গাঁধীকে কিছুক্ষণ বলতে শুরু করলে তিনি ভুলভাল বলতে শুরু করেন।ও কি বললো না বললো তাতে বিজেপি কিছু যায় আসেনা।আমি তৃণমূলের এমপি থাকাকালীন আমার ফান্ড থেকে কি খরচা হচ্ছে আমি নিজেই জানি না।আমি বিজেপি কেন্দ্রীয় নেতৃত্বকে জানিয়ে ছিলাম,তৃণমূলে থেকে যে দমবন্ধ পরিস্থিতি ছিল সেটা তারা উপলব্ধি করে বলেছিলো এখানে সেই পরিস্থিতি হবে না।
আর এখানে বিরোধী দলের সবাই যাতে ভোট দিতে পারে সেটাই দেখার।কারণ পঞ্চায়েত ভোটে যে ভাবে তৃণমূলের গুন্ডারা বিরোধী দলের সমর্থকদের খুন করেছিলো সেটা যেনো আর না হয়।যে ভাবে সাড়া পাচ্ছি শুরুতে জেতার ব্যাপারে নিশ্চিত।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584