অ্যাঞ্জিওপ্লাস্টির পর অনুরাগের চেহারার অদ্ভুত পরিবর্তন

0
71

নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ

অ্যাঞ্জিওপ্লাস্টির পর অনুরাগ কাশ্যপের চেহারায় ব্যাপক পরিবর্তন ঘটেছে। তবে কি জটিল ও দুরারোগ্য কোনও রোগে ভুগছেন তিনি? বেশ চিন্তায় পরিচালক বাবুর অনুরাগীরা ৷ মাথায় তাঁর নেই চুল। অদ্ভুত মোটা ভ্রু-যুগল! মেয়ে আলিয়া কাশ্যপ বাবার এহেন ছবি পোস্ট করেছেন সোশ্যাল হ্যান্ডেলে।

anurag | newsfront.co

আসল ব্যাপারটা একদমই সিরিয়াস কিছু নয়। বরং অনেক বেশি মজার। বাপ-বেটির খুনসুটি যাকে বলে।‘গ্যাংস অফ ওয়াসেপুর’-এর পরিচালক এখন বাড়িতেই চিকিৎসাধীন। চিকিৎসকের পরামর্শ মেনে ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন। মেয়ে আলিয়া বাবাকে চোখের আড়াল করছেন না।

anurag with daughter | newsfront.co
মেয়ের সঙ্গে অনুরাগ কাশ্যপ

বাবার সঙ্গে সময় কাটানোর সময়েই আলিয়া একটি ভিডিও বানান। ভিডিওটি যতদূর সম্ভব স্ন্যাপচ্যাট কিংবা ইনস্টাগ্রাম ফিল্টার দেওয়া। আর সেই কারণেই অনুরাগকে ন্যাড়া মাথায় এমন এক অদ্ভুত চেহারায় দেখা গিয়েছে।

আরও পড়ুনঃ টিকা নেওয়ার পরও তৈরি হয়নি অ্যান্টিবডি উল্টে কমল প্লেটলেট, সেরাম কর্তার বিরুদ্ধে অভিযোগ দায়ের

ব্যাপারটা যে মেয়ের মজার ছলে বানানো তা বোঝা যায় ভিডিওটি দেখলে। আলিয়ার এমন কর্মকাণ্ডের সময় অনুরাগকে পিছন থেকে বলতে শোনা যাচ্ছে- “আমি কি অন্ধ?” সুতরাং চিন্তার কারণ নেই। ভাল আছেন পরিচালক। মেয়ের যত্নে সুস্থ হয়ে উঠছেন তিনি।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here