নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ
এবার কোর্টরুম ড্রামা নিয়ে সাইকোলজিক্যাল থ্রিলার বানাচ্ছেন পরিচালক কমলেশ্বর মুখোপাধ্যায়। ছবির কাহিনিও তাঁরই লেখা।
৪২ জনের ইউনিট নিয়ে গত ১৭ সেপ্টেম্বর টিম ‘অনুসন্ধান’ পাড়ি দেয় সুদূর লন্ডনে। দলটি ফেরত আসবে ২৮ সেপ্টেম্বর। লন্ডনে উড়ে যাওয়ার আগে ইউনিটের প্রত্যেকে কোভিড টেস্ট করিয়েছিলেন।
আরও পড়ুনঃ বিনোদন শিল্পে সুখবর! ১ অক্টোবর থেকে যাত্রা- নাটক-সিনেমা হল চালুর অনুমতি মুখ্যমন্ত্রীর
এরপর লন্ডনে গিয়েও আরেকটি টেস্ট করানোর পর যখন প্রত্যেকের টেস্ট রিপোর্ট নেগেটিভ আসে তখনই শুরু হয় শুটিঙের কাজ। শুটিং চলাকালীন সবরকমের সাবধানতা মেনে চলা হয় বলে জানিয়েছেন অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার।
আরও পড়ুনঃ রবি ঠাকুরের ‘দুই বোন’ অবলম্বনে আসছে ‘মায়ামৃগয়া’
এই ছবিতে অভিনয় করতে দেখা যাবে শাশ্বত চট্টোপাধ্যায়, চূর্ণী গাঙ্গুলি, ঋদ্ধি সেন, প্রিয়াঙ্কা সরকার, জয়দীপ মুখার্জিকে। রয়েছেন আরও অনেকে। এস.কে মুভিজের প্রযোজনায় আসছে এই ছবি।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584