মোহনা বিশ্বাস, বিনোদন ডেস্কঃ
গত ১১ জানুয়ারি বিরুষ্কার কোল আলো করে এসেছে একরত্তি ভামিকা। সম্প্রতি ছ’মাসে পা দিল ভামিকা। মেয়েকে আগলে উদযাপনের একাধিক মিষ্টি মুহূর্তের ছবি ভাগ করে নেন বিরাট কোহলি ও অনুষ্কা শর্মা। নেটমাধ্যমে সেই ছবি শেয়ার করেন অনুষ্কা। কয়েক ঘণ্টার মধ্যেই সেই ছবিগুলি ছড়িয়ে পড়েছে নেটমাধ্যমে।
এমনকি ভামিকার নাম ট্রেন্ড করছে টুইটারে।রবিবার রাতে যে চারটি ছবি নেটমাধ্যমে শেয়ার করেছেন অভিনেত্রী। তাতে দেখা যাচ্ছে আকাশের দিকে তাকিয়ে মাঠের ওপর শুয়ে অভিনেত্রী অনুষ্কা শর্মা। তাঁর বুকের ওপর শুয়ে একরত্তি মেয়ে। আকাশের দিকে হাত তুলে একরত্তিকে কী যেন দেখাচ্ছেন অনুষ্কা।
একটি ছবিতে দেখা যাচ্ছে সবুজ মাঠে বসে ভারতীয় দলের অধিনায়ক বিরাট কোহলি। দু’হাত দিয়ে আগলে রয়েছেন একরত্তি ভামিকাকে। ছবিতে একরত্তি ভামিকার সাদা-গোলাপি জামা ও হালকা গোলাপি জুতো স্পষ্ট। ছবিটি তোলা হয়েছে পিছন থেকে। কোনও ছবিতেই ভামিকার মুখ বোঝা যাচ্ছে না।
বর্তমানে লন্ডনে বিরাট কোহলি ও ভামিকার সঙ্গেই সময় কাটাচ্ছেন অনুষ্কা। মুহূর্তেই ভাইরাল হয়ে গিয়েছে অনুষ্কার এই পোস্ট। কোথাও ভামিকার অথবা বলা যায়, বিরুষ্কার দুই থেকে তিন হওয়ার ছ’মাস পূর্তির আনন্দে কেক কাটা হচ্ছে, কোথাও আবার মা-মেয়ের পায়ের ছবি তোলা হয়েছে।
আরও পড়ুনঃ শাশুড়ি হিসাবে কেমন হবেন নীতু কাপুর? জানালেন ঋদ্ধিমা কাপুর
ক্যাপশনে অভিনেত্রী জানিয়েছেন, ‘ওর একটা হাসি এক মুহূর্তে আমাদের চারদিকের পৃথিবী বদলে দেয়।’ কন্যাকে শুভেচ্ছা জানিয়ে তিনি আরও লিখলেন, ‘তুমি যতটা ভালবাসা নিয়ে আমার দিকে তাকিয়ে থাকো, ততটাই ভালবাসা আমরা তোমায় যেন ফিরিয়ে দিতে পারি। আমাদের ৩ জন হওয়ার আজ ছ’মাস পূর্তি।’
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584