মমতার মতো আঠারো ঘন্টা কাজ করতে পারবে(?),প্রশ্ন পার্থর

0
61

নিজস্ব সংবাদদাতা,ঝাড়গ্রামঃ

Anyone Can  work for eighteen hours like Mamta Asked Partha
নিজস্ব চিত্র

জঙ্গলমহলে এক রানী ও গদ্দার ছিল,রানী ও গদ্দার মিলে জঙ্গলমহলকে শেষ করবার চেষ্টা করেছিল।সেটা বুঝতে পেরে মমতা বন্দ্যোপাধ্যায় ব্যবস্থা নিয়েছেন।এখন তিনি হয়ে গিয়েছেন নেত্রী।গদ্দারকে অন্য পোষাকে ভালো লাগছে। নেতা তো নেই এখন, চাটুকাবৃত্তি করছে।নাম না করে জামবনি ব্লকের চিল্কিগড় অঞ্চলের টুলিবরে ছাত্র যুব জেলা সম্মেলন এমনি কটাক্ষ করলেন তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়।তিনি আরো জানান আমরা প্রকৃত মানুষের সঙ্গে দল করি।বেড়ালকে পাম্প দিলে বেড়াল হবে না।
যারা দেশ সামলাতে পারে না, তারা আবার রাজ্য সামলাতে এসেছে।কে দেবে দায়িত্ব। মমতার মতো ১৮ ঘন্টা কাজ করতে পারবে।

আরও পড়ুনঃ ডাকাতের জন্য দলের ভাবমূর্তি ক্ষুন্ন না করার ডাক পার্থর

কংগ্রেস সাইনবোর্ড কেউ নেই।চারটা লোক দাপাদাপি করছে।গত বারের নির্বাচন পুস্তিকা নিয়ে আসুন,কপ্টারে ও বিমানে করে নিয়ে এসে বলুক কি তাঁরা করেছে। বাংলায় অর্থনৈতিক অবরোধ তৈরি করেছে।সমস্ত প্রকল্পের টাকা বন্ধ না হয় অর্ধেক করে দিয়েছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here