নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ
‘কৃতজ্ঞতা স্বীকার’ শব্দটা মুখে বলে ফেলা বা কলমে লিখে ফেলা যতটা সহজ, নিজের জীবনে তা বাস্তবায়িত করা অনেকসময় কঠিন বা লজ্জার হয়ে দাঁড়ায় মানুষের কাছে। কৃতজ্ঞতা স্বীকারকে অনেকে আবার অন্যের কাছে নিজের খাটো হয়ে যাওয়া বলেও মনে করেন অনেকে। তবে, ব্যতিক্রম আছে বৈকি। ঠিক যেমন টলি ইন্ডাস্ট্রির অপা দি অর্থাৎ অপরাজিতা আঢ্য নিজের মায়ের সেবিকার প্রতি অশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করে নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে পোস্ট দিয়েছেন।
অভিনেত্রী নিজের পোস্টে লিখেছেন- “আমার মা আর আমার মাঝখানে যে বসে আছে সে হলো স্বরস্বতী ওর মধ্যে লক্ষীর অনেক গুণ আছে। আজ মা যতদিন অসুস্থ হয়েছেন সেই ১৭ ফেব্রুয়ারি থেকে আমার সময়ের পরিষেবা দিচ্ছে মা কে সুস্থ করে তুলেছে মা কে নতুন করে হাঁটতে শিখিয়েছে তার সাথের মায়ের রাগ মায়ের বিরক্তি এক কথা বার বার বলা সব কিছু মেনে নিয়ে রাতের পর রাত জেগে একই ভাবে মা কে সরিয়ে তোলার চেষ্টা করছে।আজ ও আছে বলেই এই covid পরিস্থিতি তে আমি মানুষের পাশে দাঁড়াতে পেরেছি ও আছে বলেই শুটিং এ যেতে পারছি ও আছে বলেই রাতে একটু ঘুমোতে পারছি সত্যি কথা বলতে দ্বিধা নেই আমি আমার মায়ের এত সেবা নিজে কখনো করিনি। আমার অনেক ফ্যান কিন্তু আমি স্বরস্বতী র ফ্যান আমার চোখে ওরাই হিরো। সরস্বতীরা আছে বলেই শুধু দেশে নয় বিদেশেও মানুষ নিশ্চিন্ত তার পরিবার বা বাবা মা কে দেশে রেখে। এই মানুষ গুলোর মূল্যায়ন টাকা পয়সায় হয় না। কুর্নিশ এদের প্রাপ্য।”
আরও পড়ুনঃ বিচ্ছেদের পরেও লাদাখে পাহাড়ি গানে নাচলেন আমির খান-কিরণ রাও
অপরাজিতা আঢ্যকে যাঁরা কাছ থেকে দেখেছেন তাঁরা জানেন, তিনি কতখানি হাসিখুশি, সমাজ সচেতন, স্পষ্টবাদী, খোলামেলা এবং দিলদরিয়া মানুষ। তাঁর অভিনয় সৌকর্য নিয়ে বলার প্রসঙ্গে এটা নয়। কিংবা কিছু বলার প্রয়োজনও পড়ে না তাঁর অভিনয়শৈলির ব্যাপারে। অভিনেত্রীর সরস্বতীর প্রতি উষ্ণ কৃতজ্ঞতার পোস্টে সাড়া দিয়েছে অনেকে। স্যালুট জানিয়েছে সেই সরস্বতীকে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584