নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ
কোভিডকে হারিয়ে স্বমহিমায় সকলের প্রিয় অপা দি। ষষ্ঠীর দিন সকলে জানতে পারে তাঁর অসুস্থতার কথা। নিজের বাড়িতেই আইসোলেশনে ছিলেন তিনি। এবার তিনি সুস্থ। অসুস্থতার মধ্যেই নিজের বাড়িতে কোজাগরী লক্ষ্মীপুজোয় মেতে উঠছিলেন তিনি।

তবে, প্রতিবার তাঁর বাড়ির পুজোয় যে পরিমাণ জাঁকজমক থাকে সেখানে এবার সামান্য খামতি। তবে, দেবীকে প্রতিবারের মতো নিজেই সাজিয়েছেন তিনি।

নিজের সুস্থতার কথা জানিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট দিয়েছেন অপরাজিতা আঢ্য। এই মুহূর্তে ‘হাসিওয়ালা অ্যান্ড কোম্পানি’ এবং ‘রান্নাবান্না’ শো নিয়ে ব্যস্ত তিনি। তার উপরে সামনেই উইন্ডোজ প্রযোজিত, অরিত্র মুখার্জি পরিচালিত ছবি ‘ফাটাফাটি’র কাজে ব্যস্ত হওয়ার কথা তাঁর।
আরও পড়ুনঃ ভাবী দম্পতির লক্ষ্মীবন্দনা
সুতরাং বসে সময় কাটানোর অবকাশ নেই ইন্ডাস্ট্রির ব্যস্ত অভিনেত্রী অপরাজিতা আঢ্যর কাছে। সুস্থ হয়ে ফের সদাহাস্যমুখে নিজের কাজে ফিরেছেন তিনি। রইল শুভকামনা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584