নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ
কদিন আগেই ডেবিউ ছবি ‘এ ভাবেই গল্প হোক’-এর জন্য ‘দাদাসাহেব ফালকে জুরি স্পেশাল’ বিভাগে পুরষ্কৃত হয়েছেন পরিচালক রোহন সেন। আর এবার হাত দিয়েছেন দ্বিতীয় ছবির কাজে৷ ছবির নাম ‘অপরাজিতা’।

সূত্রের খবর, ‘অপরাজিতা’ বলবে বাবা-মেয়ের গল্প৷ একই ছাদের তলায় থেকে বাবা-মেয়ের মধ্যে কথা নেই। কেউ কারো সঙ্গে কথা বলে না। একে অপরের কথা জানায় একটি ডায়েরিতে। কিন্তু কেন? তারই উত্তর থাকবে ছবিতে।

তবে, বাবা এবং মেয়ের সম্পর্কের মধ্যে একটা টানাপোড়েন আছে সেটা স্পষ্ট। বাপ-মেয়ের চরিত্রে অভিনয় করবেন শান্তিলাল মুখোপাধ্যায় এবং তুহিনা দাস। অন্যান্য চরিত্রে আছেন অমৃতা দে, দেবতনু সহ আরও অনেকে। ২১ জুলাই থেকে শুরু হচ্ছে ছবির শুটিং।
আরও পড়ুনঃ ফের ছোটপর্দায় শ্রীকান্ত মান্না, চরিত্র একজন মুচির
প্রসঙ্গত, তুহিনা এর আগে হইচই অরিজিনাল সিরিজ ‘দময়ন্তী’, অপর্ণা সেন পরিচালিত বাংলা ছবি ‘ঘরে বাইরে’ সহ একাধিক কাজ করেছেন৷ একইসঙ্গে ধারাবাহিক ‘ভূমিকন্যা’-তেও গোলাপী নামে একটি বলিষ্ঠ চরিত্রে অভিনয় করেছেন। এবার আবার এক অন্যরকমের চরিত্রে তিনি৷
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584