বন্যা দুর্গত মানুষের পাশে “অপরাজেয়”

0
57

নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ

কেশপুর ব্লকের ৪ নং গোলাড় গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত পালংপুর গ্রামে সম্প্রতি “অপরাজেয়” সংগঠনের পক্ষ থেকে বন্যা কবলিত এলাকার মানুষের মধ্যে ত্রাণ বিলি করা হয়। গ্রামবাসীর পক্ষ থেকে উপস্থিত ছিলেন রবীন্দ্রনাথ দোলাই, অজিত দোলাই, স্বপন দোলাই, সুশান্ত সাঁতরা, অজিত সাঁতরা, লোকেশ সাঁতরা প্রমুখ।

aparajiya
নিজস্ব চিত্র

সংগঠনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন, সংগঠনের সভাপতি চিত্ততোষ পৈড়া সম্পাদক সুশান্ত জানা, সদস্য অতনু ঘোষ, সমর বড়দোলাই প্রমুখ। এদিন সংস্থার পক্ষ থেকে ৫১ টি পরিবারের হাতে নিত্য প্রয়োজনীয় সামগ্রী হিসেবে সাবান, মুসুরডাল, বিস্কুট, সার্ফ, গুড়ো, চিনি, সোয়াবিন, সুজি, হলুদ, ওয়ারেস তুলে দেওয়া হয়। এই দুর্দিনে সংস্থার সহযোগিতা পেয়ে গ্রামের মানুষ খুবই খুশি।

Relief distribution
ত্রাণ বিতরণ। নিজস্ব চিত্র
Villagers
নিজস্ব চিত্র

আরও পড়ুনঃ বন্ধ নৌকা চলাচল, নানা সমস্যায় জর্জরিত সালারের চাষীরা

এছাড়াও গ্রামের মানুষজনদেরকে নিয়ে নদী তীরবর্তী ক্ষতিগ্রস্ত এলাকাগুলি ঘুরে ঘুরে পর্যবেক্ষণ করেন সংস্থার সদস্যরা। গ্রামের মানুষজনদের কাছে দুঃখ-দুর্দশার কথাও শোনেন। সংগঠনের সহ-সভাপতি শ্রাবন্তী মাল ও সহসম্পাদক শেখ সাব্বির হোসেন জানান, আগামী দিনেও তাঁরা তাঁদের সামর্থ্য মতো মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করবেন।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here