নিজস্ব সংবাদদাতা,কলকাতাঃ
যুদ্ধ জিগির ও সাম্প্রদায়িক উস্কানিমূলক প্রচারের বিরুদ্ধে এপিডিআরের ডাকে আজ কলকাতার মৌলালী থেকে ধর্মতলায় মিছিল ছিল। মিছিল শুরু হয় সাড়ে তিনটে নাগাদ।শান্তিপূর্ণ মিছিলে হঠাৎ জানবাজারে এলে সাত আট জনের একটা দল জাতীয় পতাকা হাতে মিছিলের পথ আটকায়।
আরও পড়ুনঃ পাকিস্থানের জাতীয় পতাকা পুড়িয়ে পুলওয়ামায় জঙ্গি হামলার প্রতিবাদ
এর ফলে মিছিলকারী এবং মিছিলের বিরুদ্ধতাকারীদের মধ্যে ধ্বস্তধ্বস্তি শুরু হয়।এই ঘটনার পরে আবার মিছিল শুরু হয়, শেষ হয় ধর্মতলায়।এপিডিআর এর পক্ষ থেকে লালবাজারে অভিযোগ করা হয়।দুইজনকে গ্রেফতার হয়েছে ঘটনাস্থল থেকে।
এ ব্যাপারে এপিডিআরের পক্ষ থেকে কলকাতা পুলিশের কাছে নির্দিষ্ট অভিযোগ জানানো হচ্ছে। এপিডিআরের দাবি,তারা যে এই মিছিলের আয়োজন করছেন,সেটা পুলিশকে আগেই জানানো হয়েছিল।তা সত্ত্বেও মিছিলে অবাঞ্ছিত ঘটনা আটকাতে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।সে কারণেই তারা হামলাকারীদের সঙ্গে কলকাতা পুলিশের বিরুদ্ধেও অভিযোগ দায়ের করেছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584