নিজস্ব সংবাদদাতা, দক্ষিণ চব্বিশ পরগনাঃ
আজ এপিডিআর দক্ষিণ চব্বিশ পরগনা জেলা কমিটির পক্ষ থেকে সুন্দরবনের কুলতলিতে পরিবেশবান্ধব নদী বাঁধ ও ইয়াসে পর্যাপ্ত ক্ষতিপূরণের দাবি সহ নানা দাবিতে কুলতলি ব্লকে ডেপুটেশন দেওয়া হয়।
সুন্দরবন জুড়ে পরিবেশবান্ধব নদী বাঁধ নির্মাণ, সরকারি প্রকল্পের মাধ্যমে বাড়ি পাকা করা , পানীয় জলের স্থায়ী ব্যবস্থা, পাকা রাস্তা, চাষের জমি গুলো পুনরায় বৈজ্ঞানিক পদ্ধতিতে চাষ যোগ্য করে দেওয়া , অবিলম্বে পুকুর জমিতে জমে থাকা নোনা জল বের করার ব্যবস্থা প্রমূখ ছিল আজকের ডেপুটেশনের দাবি।
আরও পড়ুনঃ ভগবানগোলায় আইএনটিটিইউসি’র উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবির কর্মসূচি
দক্ষিণ চব্বিশ পরগণা জেলা কমিটির এপিডিআর সম্পাদক আলতাফ আহমেদ জানান, ‘ইয়াসে নোনা জল ঢুকে চাষবাসের বিপুল ক্ষতি হয়েছে, আগামীতেও চাষ-বাস হওয়া মুশকিল তাই ক্ষতিপূরণ বাবদ আগামী পাঁচ বছর প্রতি পরিবারপিছু মাসিক ৩০ হাজার টাকা করে ক্ষতিপূরণ দিতে হবে।’
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584