নিজস্ব প্রতিবেদন, নিউজ ফ্রন্টঃ
১৯৮৮ সালের এক মামলায় কংগ্রেস নেতা নভজোত সিং সিধুকে ১ বছরের কারাদণ্ডের আদেশ দিল সুপ্রিম কোর্ট। ১৯৮৮ সালের ২৭ ডিসেম্বর রাস্তায় গাড়ি রাখাকে কেন্দ্র করে সিধুর সঙ্গে বচসা বাধে জনৈক গুরনাম সিং-এর। অভিযোগ সিধু তাঁর মাথায় আঘাত করার ফলে মারা যান গুরনাম। ১৯৯৯ সালে এই মামলায় প্রমাণের অভাবে পাতিয়ালা ট্রায়াল কোর্টে মুক্তি পান সিধু।
এরপর গুরনামের পরিবার হাইকোর্টের দ্বারস্থ হয়, সেখানে সিধু দোষী সাব্যস্ত হন। তাঁর ৩ বছরের জেল এবং এক লক্ষ টাকা জরিমানার সাজা হয়। হাইকোর্টের সেই রায় চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যান সিধু। দীর্ঘ ৩৪ বছর পরে বৃহস্পতিবার সে মামলার রায় দিল সুপ্রিম কোর্ট। এদিনের রায়ে সিধুকে এক বছরের কারাবাসের নির্দেশ দেওয়া হয়েছে।
নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584